—প্রতীকী ছবি।
সিইবি পুলিস অফিসার পরিচয় দিয়ে ওয়েব্রিজ থেকে তোলা আদায় ও ম্যানেজারকে মারধরের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ। ধৃতের নাম রঞ্জিৎ বসু। উত্তর ২৪ পরগনার টিটাগড়ের ৫ নম্বর ওয়ার্ডের শীতলাতলা রোডের নোনা চন্দনপুকুর এলাকায় তাঁর বাড়ি। ধৃতকে রবিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে জামালপুর থানার আঝাপুর এলাকায় জাতীয় সড়কের পাশে একটি ওয়েব্রিজে গাড়িতে চেপে দু’জন যান। তাঁরা নিজেদের সিইবি পুলিশ অফিসার পরিচয় দেয়। ওয়েব্রিজের ম্যানেজারকে মারধর করে তাঁর কাছে ৬০ হাজার টাকা দাবি করেন তাঁরা। অভিযোগ, ম্যানেজার টাকা দিতে অস্বীকার করলে তাঁকে নানা ভাবে ভয় দেখানো হয়। ম্যানেজার বিষয়টি ফোন করে ওয়েব্রিজের মালিককে জানান। ওয়েব্রিজের মালিক ঘটনার কথা পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের জানান। স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হয়ে দু’জনকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁদের পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। তাঁদের কথাবার্তা সন্দেহজনক ঠেকে বাসিন্দাদের। এ সবের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশকে দেখে এক জন বাইকে চেপে পালিয়ে যান। পুলিশ অপর জনকে জিজ্ঞাসাবাদ করে। কথাবার্তায় সন্দেহ জাগায় তাঁকে ধরে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ওয়েব্রিজের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে ভুয়ো পরিচয়ে প্রতারণা ও তোলাবাজির মামলা রুজু করে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।