Arrest

প্রতিবন্ধী যুবতীয় শ্লীলতাহানি! পূর্ব বর্ধমানে গ্রেফতার যুবক

পুলিশ জানিয়েছে, ভাতার থানা এলাকায় বছর চব্বিশের ওই যুবতীর বাড়ি। বুধবার বেলা ১২টা নাগাদ তিনি বাড়ির কাছেই পুকুরে যান। সেই সময় অভিযুক্ত তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৬
Share:

— প্রতীকী চিত্র।

প্রতিবন্ধী যুবতীর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ। ধৃতের নাম সুজিতকুমার মাজি। ভাতার থানার বলগনা গ্রামে তাঁর বাড়ি। বুধবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ধৃতকে শুক্রবার ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।

Advertisement

পুলিশ জানিয়েছে, ভাতার থানা এলাকায় বছর চব্বিশের ওই যুবতীর বাড়ি। বুধবার বেলা ১২টা নাগাদ তিনি বাড়ির কাছেই পুকুরে যান। সেই সময় অভিযুক্ত তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। যুবতীর মাকে দেখতে পেয়ে অভিযুক্ত পালিয়ে যান। যুবতী তাঁর মাকে ঘটনার কথা খুলে বলেন। এর পরেই যুবতীর মা ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement