—প্রতিনিধিত্বমূলক চিত্র।
পাঁচ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার পুলিশ। ধৃতের বাড়ি হুগলির আরামবাগ থানা এলাকায়। মাধবডিহি থানা এলাকার একটি বাসস্ট্যাণ্ড থেকে বৃহস্পতিবার বিকেলে তাঁকে গ্রেফতার করা হয়। সেখানে তাঁর মামাবাড়ি। শুক্রবার ধৃতকে বর্ধমানের পকসো আদালতে হাজির করানো হয়। ধৃতকে পাঁচ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন পকসো আদালতের বিচারক।
ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মাধবডিহি থানা এলাকায় তার মামারবাড়িতে এসেছিল। অভিযুক্তও সেখানে নিজের মামারবাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে ওই শিশুকন্যাকে অভিযুক্ত জোর করে নিজের মামারবাড়িতে নিয়ে যান। সেখানে একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শিশুকন্যা চিৎকার শুরু করলে অভিযুক্ত পালিয়ে যান।
বাড়িতে ফিরে ঘটনার কথা নিজের মাকে জানায় শিশুকন্যা। তড়িঘড়ি তাকে মাধবডিহি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। শিশুকন্যার মা ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(১) ধারা এবং পকসো আইনের ৬(১) ধারায় মামলা রুজু করেছে থানা।