অন্ডালে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে মৃত ১

জানা গিয়েছে,  কয়লার বরাত নিয়ে গোলমালের জেরেই এই খুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

অন্ডাল শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ১৫:৫৮
Share:

ঘটনাস্থলে পুলিশ। নিজস্ব চিত্র।

তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বচসা। সেই বচসার সময় চলে গুলি। তার জেরেই মৃত্যু হল এক যুবকের। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২ জন। বুধবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডালে। জানা গিয়েছে, কয়লার বরাত নিয়ে গোলমালের জেরেই এই খুন।

Advertisement

মৃত তৃণমূল কর্মীর নাম ধরমবীর নুনিয়া। বুধবার রাতে বেশ কয়েকজন বাইকে করে আসে ধরমবীরের বাড়ি। তার পরই ধরমবীরের লোকেদের সঙ্গে তাদের বচসা শুরু হয়। বচসা থেকে হাতাহাতিও করতে থাকে ওই দুই দল। তখনই এক ব্যক্তি বন্দুক বের করে গুলি চালাতে থাকে। সেই সময়েই গুলিবিদ্ধ হন ধরমবীর। দুর্গাপুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই গোষ্ঠী সংঘর্ষে আহত হয়েছেন আরও ২ জন।

ঘটনা নিয়ে বিজেপি-র আসানসোল জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই জানিয়েছেন, কয়লার বরা্ত নিয়ে বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে। তারই প্রতিফলনে অন্ডালে ১ জনের প্রাণ গেল। তৃণমূল পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্রকুমার তিওয়ারি এ ব্যাপারে নির্দিষ্ট কিছু জানাননি। তিনি বলেছেন, ‘‘কী ঘটনা ঘটেছে তা জানার জন্য একটু সময় দিতে হবে।’’ এই ঘটনায় অন্ডাল থানার পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন