Labour Pain

বেঙ্গালুরুর স্টেশনে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন প্রসূতি! এগিয়ে গিয়ে প্রসব করালেন বর্ধমানের মালা

মালা জানান, ওই প্রসূতি বিহার থেকে ট্রেনে করে বেঙ্গালুরুর এসএমভিটি স্টেশনে নামেন। তাঁর সঙ্গে ছিলেন স্বামী এবং এক সন্তান। প্লাটফর্মে স্ত্রীর প্রসববেদনা শুরু হওয়ায় স্বামী কার্যত দিশেহারা হয়ে পড়েন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৭:২১
Share:

মা এবং সদ্যোজাতের সঙ্গে মালা সর্দার (ডান দিকে)। — নিজস্ব চিত্র।

ভিন্‌রাজ্যে রাস্তায় প্রসববেদনায় কষ্ট পাচ্ছিলেন এক মহিলা। পাশে দাঁড়িয়ে স্টেশনেই প্রসব করালেন পূর্ব বর্ধমানের মালা সর্দার। বেঙ্গালুরুর এসএমভিটি স্টেশনে এই ঘটনা হয়েছে। মা এবং সদ্যোজাত, দু’জনেই সুস্থ রয়েছেন।

Advertisement

বেঙ্গালুরুর ব্যস্ত এসএমভিটি রেলস্টেশনে গত ২৮ জুলাই এই ঘটনা ঘটে। ট্রেন থেকে নামার পরে হঠাৎ প্রসববেদনা শুরু হয় এক মহিলার। এগিয়ে আসেন পূর্ব বর্ধমানের সেহারাবাজার এলাকার বাসিন্দা মালা। দ্রুত সিদ্ধান্ত নিয়ে তিনি স্টেশনের মধ্যেই প্রসব করান ওই মহিলার। তত ক্ষণে রেলকর্মী এবং পুলিশ হাজির হয় সেখানে। মালা জানান, ওই প্রসূতি বিহার থেকে ট্রেনে করে বেঙ্গালুরুর এসএমভিটি স্টেশনে নামেন। তাঁর সঙ্গে ছিলেন স্বামী এবং এক সন্তান। প্লাটফর্মে স্ত্রীর প্রসববেদনা শুরু হওয়ায় স্বামী কার্যত দিশেহারা হয়ে পড়েন। অন্যান্য যাত্রীরা কেউ সাহস করে এগিয়ে যাননি। মালা এগিয়ে যান প্রসূতির কাছে।

মালা বর্ধমানের বিভিন্ন এলাকা থেকে বেঙ্গালুরু-সহ বিভিন্ন জায়গায় রোগীদের চিকিৎসার জন্য নিয়ে যান। সম্প্রতি তিনি সে রকমই কয়েক জন রোগীকে বেঙ্গালুরু নিয়ে গিয়েছিলেন। গত ২৮ জুলাই হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেস ধরার জন্য তিনি বেঙ্গালুরু স্টেশনে অপেক্ষা করছিলেন। সে সময় প্রসববেদনা শুরু হয় মহিলার। মালা বলেন, ‘‘আমার মা ছিলেন ধাত্রী। আমি ছোটবেলা থেকে অনেক বাচ্চা জন্মাতে দেখেছি। তাই সাহস করে এগিয়ে গিয়েছিলাম। খুবই ভাল লাগছে মা এবং শিশুকে সুরক্ষিত করতে পেরেছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement