ছেলের স্মৃতিতে স্কুলে দান

একমাত্র ছেলেকে হারিয়েছেন বছর দুয়েক আগে। সেই শোক ভুলতে বাবা-মা বেছে নিলেন ছেলের পুরনো স্কুলকেই। ছেলের স্মৃতিতে স্কুলে লক্ষাধিক টাকা দান করেছেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৬ ০২:১৮
Share:

একমাত্র ছেলেকে হারিয়েছেন বছর দুয়েক আগে। সেই শোক ভুলতে বাবা-মা বেছে নিলেন ছেলের পুরনো স্কুলকেই। ছেলের স্মৃতিতে স্কুলে লক্ষাধিক টাকা দান করেছেন তাঁরা।

Advertisement

ডিপিএলের কর্মী লক্ষ্মীনারায়ণ হাজরা ও তাঁর স্ত্রী অরুণাদেবীর একমাত্র ছেলে বিশ্বজিৎ এমএএমসি মডার্ন হাইস্কুল থেকে ২০০৬ সালে মাধ্যমিক পাশ করেন। বিধান ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুল থেকে উচ্চ মাধ্যমিক, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে প্রাণিবিদ্যা বিভাগে অনার্সে উত্তীর্ণ হন। এর পরে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি হন। সেই সঙ্গে বেলঘরিয়ায় একটি কোচিং সংস্থায় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ নিচ্ছিলেন। ২০১৪ সালের ২৩ এপ্রিল সেখানে যাওযার জন্য ট্রেন ধরতে গিয়ে পা পিছলে রেললাইনে পড়ে যান তিনি। সেই সময় ট্রেন চলতে শুরু করলে চাকায় পিষ্ট হন বিশ্বজিৎ।

ছেলের স্মৃতিতে মঙ্গলবার এমএএমসি মডার্ন স্কুলে ১ লক্ষ ৩০ হাজার টাকা দান করেন হাজরা দম্পতি। প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য জানান, এই টাকায় প্রতি বছর স্কুলে উচ্চ মাধ্যমিকে সেরাকে ‘বিশ্বজিৎ স্মৃতি পুরস্কার’ দেওয়া হবে। লক্ষ্মীনারায়ণবাবু ও অরুণাদেবী বলেন, ‘‘এ ভাবেই আমাদের ছেলে বেঁচে থাকবে’’।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন