ফের আটক বামদাস

জামিনের শর্ত না মানায় জিজ্ঞাসাবাদের জন্য ফের রায়নার তৃণমূলের দাপুটে নেতা বামদাস ওরফে বামদেব মণ্ডলকে আটক করেছে জেলা পুলিশ। এ দিকে, রবিবার দুপুরে ওই তৃণমূল নেতার স্ত্রী মহেশ্বরী মণ্ডল মানবাধিকার কমিশনের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁর স্বামীর কোনও খোঁজ পুলিশ দিচ্ছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ০০:৩৯
Share:

জামিনের শর্ত না মানায় জিজ্ঞাসাবাদের জন্য ফের রায়নার তৃণমূলের দাপুটে নেতা বামদাস ওরফে বামদেব মণ্ডলকে আটক করেছে জেলা পুলিশ। এ দিকে, রবিবার দুপুরে ওই তৃণমূল নেতার স্ত্রী মহেশ্বরী মণ্ডল মানবাধিকার কমিশনের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁর স্বামীর কোনও খোঁজ পুলিশ দিচ্ছে না। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে জেলাশাসক, জেলা পুলিশ সুপার ও বর্ধমান থানার আইসিকে।

Advertisement

মহেশ্বরীদেবী জানিয়েছেন, রায়নার একটি ঘটনায় (ওসিকে মারধরের ঘটনায় ও বোমা পাচারের মূল ষড়যন্ত্রকারী হিসেবে) অভিযুক্ত বামদাসকে ৩ জুলাই গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ হেফাজতে থাকাকালীন গত শুক্রবার বামদাস-সহ ২৭ জন জামিন পেয়ে যান। বর্ধমান থানায় বামদাসের তিনটে মোবাইল জমা ছিল। পুলিশের কথা মতো শনিবার বেলা ১০টা নাগাদ মোবাইলগুলি আনতে বর্ধমান থানায় যান বামদাস। তাঁর সঙ্গী আব্দুল কালাম আজাদের সামনে বর্ধমান থানার সেকেন্ড অফিসার প্রণব রায় একটি গাড়িতে করে তাঁকে নিয়ে যান। তারপর থেকে ৪৮ ঘন্টা কেটে গেলেও পুলিশ বামদাস কোথায় আছে জানাতে পারছে না বলে মহেশ্বরীদেবীর দাবি। তিনি বলেন, “আমি খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছি। আমার স্বামী কোথায় রয়েছে তা কেউ জানাতে পারছেন না।” বামদাসের আইনজীবী সদন তা বলেন, “আমার পরামর্শেই বামদাস বর্ধমান থানা থেকে মোবাইলগুলি আনতে গিয়েছিল। পুলিশ কেন এক জন জামিন পাওয়া আসামীর সঙ্গে এ রকম আচরণ করছে বুঝতে পারছি না।” রবিবার সন্ধ্যায় বর্ধমানের পুলিশ সুপার কুণাল অগ্রবাল জানিয়েছেন, জামিনের শর্ত না মানায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন