Police Complaint

ঋণের কিস্তি দিতে না পারায় বাড়ি ঢুকে বধূর শ্লীলতাহানি! ব্যাঙ্ককর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

সপ্তাহে ৫৮০ টাকা করে ঋণের কিস্তি দিতে হয়। কিন্তু মোট পাঁচটি কিস্তির টাকা জমা দিতে পারেননি যুবক। সেই কারণে তাঁর বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন ব্যঙ্ককর্মী বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ঋণের টাকা দিতে না পরায় প্রতিবন্ধী বধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল বেসরকারি ব্যাঙ্কের কর্মীর বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের জামালপুরের ওই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

‘নির্যাতিতা’র স্বামী শেখ রাকিব আলি জানান, বেসরকারি ব্যাঙ্কের জামালপুরের চকদিঘি শাখা থেকে স্ত্রীর নামে ৪৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তিনি। ওই টাকা দিয়ে গরু কিনেছেন। গরুর দুধ বিক্রি করে ঋণের কিস্তির টাকা শোধ করছিলেন। কিন্তু অসুস্থতার কারণে গরুটির মৃত্যু হয়েছে। সপ্তাহে ৫৮০ টাকা করে ঋণের কিস্তি দিতে হয়। কিন্তু মোট পাঁচটি কিস্তির টাকা তিনি জমা দিতে পারেননি। সেই কারণে গত সোমবার ব্যাঙ্ক থেকে লোক এসেছিলেন।

রাকিব বলেন, ‘‘সোমবার রাতে আমি বাড়িতে ছিলাম না। স্ত্রী একা ছিল বাড়িতে। ওই সময়ে এক ব্যাঙ্ককর্মী আমাদের বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন।’’ তাঁর অভিযোগ, ঋণের কিস্তি শোধ করতে পারেননি বলে গালাগালি করা হয়। তাঁর স্ত্রীর হাত ধরে টেনে বার করে ঘরে তালা লাগিয়ে দেন অভিযুক্ত। রাকিব রাতে বাড়ি ফিরে দেখেন স্ত্রী নেই। তিনি প্রতিবেশীর কাছে পুরো ঘটনার কথা জানতে পারেন। প্রতিবেশীরা জানিয়েছেন, ব্যাঙ্কের লোক এসে তাঁর স্ত্রীকে ঘর থেকে বার করে ঘরে তালা লাগিয়ে দিয়েছিলেন। তাঁদের অনুরোধে পরে তালা দেন। কিন্তু আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে যান মহিলা। পরে তাঁকে গ্রামের একটি মাঠের ধার থেকে উদ্ধার করা হয়েছে।

Advertisement

এ নিয়ে জামালপুর থানায় অভিযোগ করেছে ‘নির্যাতিতা’র পরিবার। রাকিব বলেন, ‘‘ব্যাঙ্কের টাকা আমি শোধ করে দেব। স্ত্রীর অসুস্থতা এবং পারিবারিক কিছু সমস্যা রয়েছে। কিন্তু টাকার জন্য ব্যাঙ্ককর্মীর এই ব্যবহার মেনে নিতে পারছি না। তাই থানায় অভিযোগ করেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement