—প্রতীকী চিত্র।
পিস্তল ও গুলি-সহ এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার পুলিশ। ধৃতের নাম শেখ রজ্জাক। কলকাতার ট্যাংরা থানার দেবেন্দ্র চন্দ্র রোডে তাঁর বাড়ি।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বর্ধমানের দিক থেকে এক দুষ্কৃতী বাইকে চেপে অপরাধমূলক কাজকর্মের উদ্দেশ্যে খণ্ডঘোষের দিকে যাচ্ছে বলে খবর মেলে। সেইমতো খণ্ডঘোষ থানার অধীন পলেমপুর আউটপোস্টের ইনচার্জ কয়েক জনকে নিয়ে বর্ধমান–আরামবাগ রোডে বাঁকুড়া মোড়ের কাছে নজরদারি শুরু করেন। একটি নম্বর প্লেটহীন বাইককে আসতে দেখে পুলিশের সন্দেহ হয়। বাইকটিকে আটকায় তারা। তল্লাশিতে বাইক আরোহী রজ্জাকের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, দু’রাউন্ড গুলি, টর্চ এবং দরজার তালা ভাঙায় ব্যবহৃত লোহার যন্ত্র মেলে। গুলি ও আগ্নেয়াস্ত্রের বৈধ কোনও কাগজপত্র তিনি দেখাতে পারেননি বলে পুলিশের দাবি।
রাতে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার বিষয়েও তিনি কোনও সদুত্তর দিতে পারেনি। অপরাধমূলক কাজের উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন বলে পুলিশের দাবি। ঘটনার বিষয়ে অস্ত্র আইনে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে ২০২৪ সালে বর্ধমান থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়। সেটি এখনও বিচারাধীন। এ ছাড়াও ২০১৫ সালে বাগুইআটি থানাতেও তাঁর বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা হয় বলে পুলিশের দাবি। শনিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। আরও আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করতে এবং কী কারণে তিনি অস্ত্র নিয়ে যাচ্ছিলেন, তা জানতে ধৃতকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।