র‌্যালি-সভার মাঝেই রোখা হল ছাত্রীর বিয়ে

আঠারো বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে নয়, এই বার্তা নিয়ে এ দিন জেলার নানা প্রান্তে পদযাত্রা, সভা থেকে নাটক— নানা কর্মসূচি হয়। কাটোয়ায় মহকুমা প্রশাসনের তরফে পুরসভা মোড় থেকে র‌্যালি করা হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ০১:২৬
Share:

বর্ধমানে পদযাত্রা। নিজস্ব চিত্র

নাবালিকা বিয়ে রুখতে জেলা জুড়ে সচেতনতা কর্মসূচির আয়োজন হয়েছিল বৃহস্পতিবার। এ দিনই কন্যাশ্রী ক্লাবের সদস্যদের কাছে খবর পেয়ে গিয়ে আউশগ্রামে এক স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করল পুলিশ-প্রশাসন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীর বাড়ি থেকে বিয়ে ঠিক করা হয়েছিল আগে। কিন্তু মেয়ের বয়স আঠারো বছর না হওয়ায় তা বাতিল করা হয়। কিন্তু বাড়ির ঠিক করা সেই পাত্রের সঙ্গেই পালিয়ে যায় মেয়েটি। স্থানীয় সূত্রে জানা যায়, এর পরে বাড়ি থেকে আনুষ্ঠানিক ভাবে বিয়ের তোড়জোড় শুরু করা হয়। রবিবার বিয়ে হওয়ার কথা ছিল। তার প্রস্তুতিও চলছিল। কিন্তু কন্যাশ্রী ক্লাবের সদস্যেরা সেই খবর জানান প্রশাসনের কর্তাদের। বৃহস্পতিবার নাবালিকার বাড়িতে হাজির হন পুলিশ-প্রশাসনের আধিকারিকেরা। পরিবারের লোকজন লিখিত ভাবে তাঁদের কাছে প্রতিশ্রুতি দেন, আঠারো বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে বন্ধ রাখছেন তাঁরা। সোমবার থেকে ফের মেয়েকে স্কুলে পাঠানোর আশ্বাসও দেন তাঁরা।

আঠারো বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে নয়, এই বার্তা নিয়ে এ দিন জেলার নানা প্রান্তে পদযাত্রা, সভা থেকে নাটক— নানা কর্মসূচি হয়। কাটোয়ায় মহকুমা প্রশাসনের তরফে পুরসভা মোড় থেকে র‌্যালি করা হয়। ছিলেন মহকুমাশাসক সৌমেন পাল, চাইল্ডলাইনের আধিকারিকেরা। নাবালিকা বিয়ের কুফল বোঝাতে আদালত চত্বরে একটি পথনাটিকার আয়োজন করে একটি সংস্থা। প্রশাসন সূত্রে জানা যায়, গত এক মাসে মহকুমায় ন’জন নাবালিকার বিয়ে বন্ধ করা হয়েছে। এ ভাবে কম বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা আটকাতেই এই উদ্যোগ বলে জানান মহকুমাশাসক।

Advertisement

বর্ধমান ১ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং কলিগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় একটি পদযাত্রা হয়। ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, বিডিও দেবদুলাল বিশ্বাস, বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী দাসরজক। স্কুলে এ বিষয়ে একটি অনুষ্ঠানও হয়। বর্ধমান শহরের বিভিন্ন স্কুলও এ দিন পদযাত্রা করে। রথতলা ডিএন দাস স্কুল, ভারতী বালিকা বিদ্যালয়, বিবেকানন্দ বালিকা বিদ্যালয়, বিদ্যার্থী বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা যোগ দেয় সেগুলিতে।

ভাতারে ৩৯টি স্কুল ও দাশরথি হাজরা কলেজের ছাত্রীরা পদযাত্রায় সামিল হয়। ছিলেন বিডিও (ভাতার) শুভ্র চট্টোপাধ্যায়, অধ্যক্ষ ইনামুর রহমান। মঙ্গলকোটে নতুনহাট পরিক্রমা করে ছাত্রীদের পদযাত্রা। আউশগ্রামের বননবগ্রাম উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারাও এলাকা পরিক্রমা করে। পূর্বস্থলীর পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয়ে কন্যাশ্রী ক্লাব একটি আলোচনাসভায় যোগ দেয়। কম বয়সে বিয়ের কুফল নিয়ে আলোচনা করেন শিক্ষিকা ও কন্যাশ্রী ক্লাবের সদস্যেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন