—প্রতীকী ছবি।
বিভিন্ন অপরাধের ঘটনার সঙ্গে যুক্ত থাকা জঙ্গল শেখকে আগেই গ্রেফতার করেছিল মুর্শিদাবাদের ভগবানগোলার পুলিশ। এ বার কালনা আদালতের বিচারক তাঁকে ন’দিনের জন্য পূর্বস্থলী থানায় পুলিশি হেফাজতের রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগে অস্ত্র-সহ দু’জনকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ। তাদের থেকে তথ্য পেয়ে কুখ্যাত দুষ্কৃতী জঙ্গলকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেল থেকে জামিনে মুক্ত হবার পরেই বহরমপুর এলাকায় পূর্বস্থলী থানা এলাকার পিলার বাসিন্দা ভোলা ভকত এবং সানঘোষ পাড়া এলাকার বাসিন্দা রুস্তম শেখ ওরফে ধানুকে নিয়ে গোপন বৈঠক করেন জঙ্গল। এর পর তাঁদেরকেই অস্ত্র জোগান দেন জঙ্গল। রুস্তম, ভোলাদের নিয়ে কাটোয়ায় বড়সড় অপরাধমূলক কাজের পরিকল্পনা ছিল জঙ্গলের।
উল্লেখ্য, গত মাসে জঙ্গলকে ভগবানগোলা থানায় এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এর পরেই পূর্বস্থলী থানার পুলিশ জঙ্গলের সঙ্গে যুক্ত থাকা অপরাধী ভোলা ও রুস্তমকে গ্রেফতার করার পরেই উঠে আসে তাঁর নাম। জঙ্গলকে নিজেদের হেফাজতে নিয়ে কী ধরনের অপরাধ করার পরিকল্পনা ছিল, তা জানতে চাইছে পুলিশ। জঙ্গলকে ১৪ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে কালনা আদালতে পূর্বস্থলী থানার পুলিশ। সপ্তাহখানেক আগে জঙ্গলের ছেলে সাদ্দামকে বর্ধমান থানার পুলিশ দিল্লি থেকে গ্রেফতার করেছে।