Bardhaman

তৃণমূল পঞ্চায়েত প্রধানের দেওরকে রাস্তায় মার! উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ

তৃণমূল পঞ্চায়েত প্রধানের দেওরকে রাস্তায় আটকে বেধড়ক মার। তাঁকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। ভাঙচুর করা হয়েছে পুলিশ গাড়িও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১১
Share:

—নিজস্ব চিত্র।

তৃণমূল পঞ্চায়েত প্রধানের দেওরকে রাস্তায় আটকে বেধড়ক মার। তাঁকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। ভাঙচুর করা হয়েছে পুলিশ গাড়িও।

Advertisement

সম্প্রতি পূর্ব বর্ধমানের বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী শেখ ফিরোজের বিরুদ্ধে গর্জে উঠেছিলে চক্ষণজাদির বাসিন্দারার। সেই ফিরোজ এখন গ্রামছাড়া। তারই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ফিরোজের ভাই শেখ চাঁদের বিরুদ্ধে আছড়ে পড়ে জনরোষ। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। কোনও রকমে পরিস্থিতি সামাল দিয়ে পুলিশ শেখ চাঁদকে উদ্ধার করে জামালপুর গ্রামীণ হাসপাতালে পৌছোয়। রাতে বিশাল পুলিশবাহিনী চক্ষণজাদি গ্রামে পৌঁছে শুরু করে ধরপাকড় অভিযান। উত্তেজনা থাকায় রাতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়।

আক্রান্ত শেখ চাঁদ বলেন, ‘‘জামালপুর থানার মেজবাবু আমায় বাইরে চলে যেতে বলেছিলেন। আমি কোচবিহারে চলে গিয়েছিলাম । দু’দিন আগে গ্রামে এসেছি। আমি কিছু করিনি। তবুও ওরা এদিন আমায় ব্যাপক মারধর করল। আমার মুখ ও শরীরের বিভিন্ন জায়গায় মেরে রক্ত বার করে দিয়েছে।’’

Advertisement

জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর থানার বেরুগ্রামে একটি মারপিটের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ তৎক্ষণাৎ হস্তক্ষেপ করে এবং একজনকে উদ্ধার করে নিয়ে আসার সময় পুলিশ গাড়ির উপর ঢিল-পাথর ছোড়া হয়। এই ঘটনায় তিন জন পুলিশকর্মী আহত হন। এর পর এসডিপিও সদর সাউথের নেতৃত্বে দ্রুত ওই এলাকা জুড়ে একটি অভিযান চালানো হয়। এই অভিযানে ১৭ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের আদালতে হাজির করানো হবে। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলাও দায়ের করেছে। বাকি অভিযুক্তদেরও গ্রেফতারের জন্য পুলিশবাহিনী তল্লাশি চালাচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement