শিক্ষককে মারধরের নালিশ রেলপারে

এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় নাম জড়িয়েছে আসানসোল পুরসভার তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামীর। বৃহস্পতিবার আসানসোলের রেলপার এলাকার ঘটনা। যদিও শুক্রবার রাত পর্যন্ত পুলিশে অভিযোগ হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৭ ০০:১৩
Share:

চিকিৎসাধীন শিক্ষক। নিজস্ব চিত্র

এলাকায় অনুষ্ঠান হচ্ছে, তিনি আমন্ত্রণপত্র পাননি। এই ‘কারণে’ এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় নাম জড়িয়েছে আসানসোল পুরসভার তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামীর। বৃহস্পতিবার আসানসোলের রেলপার এলাকার ঘটনা। যদিও শুক্রবার রাত পর্যন্ত পুলিশে অভিযোগ হয়নি।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে রেলপার এলাকার কয়েকটি প্রাথমিক স্কুলের শিক্ষকেরা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস দে’র জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অন্যতম উদ্যোক্তা ছিলেন একে আজাদ প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ সমি খান। আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন সমির অভিযোগ, ‘‘অনুষ্ঠান শুরুর ঘণ্টাখানেক আগে কাউন্সিলর নূর রফত পারভিন ও তাঁর স্বামী কুরবান আলি অনুষ্ঠানস্থলে আসেন। কাউন্সিলর জিজ্ঞেস করেন, ‘আমাকে কেন আমন্ত্রণ জানানো হয়নি?’ আমি কিছু বলার আগেই ওঁরা মারধর করেন।’’ পরে অন্য শিক্ষকেরা এসে সমিকে বাঁচান।

অভিযোগ অস্বীকার করে ওই কাউন্সিলর ও কুরবান বলেন, ‘‘আমন্ত্রণ না জানানোর কারণ জানতে চেয়েছিলাম। মারধর করা হয়নি। ওই শিক্ষকই আমাদের ধাক্কা মেরে ফেলে দেন।’’ শুক্রবার তৃণমূলের জেলা সভাধিপতি ভি শিবদাসন বলেন, ‘‘বিষয়টি খোঁজ নেওয়া হবে।’’ তৃণমূলের শিক্ষক নেতা মহম্মদ সাহিদ আলম কাদরির দাবি, ওই অনুষ্ঠানে ‘স্বাস্থ্য-শিক্ষা কমিটি’র সভাপতি হিসেবে কাউন্সিলরকে আমন্ত্রণ জানানো উচিত ছিল। যদিও সেই সঙ্গে তাঁর সংযোজন, ‘‘শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কোনও অনুষ্ঠানে এমন ঘটনা বাঞ্ছনীয় নয়।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন