যৌন নিগ্রহে ধৃত অধ্যক্ষ, কেয়ারটেকার

শনিবার সকাল থেকে অভিভাবকেরা স্কুল-গেটে বিক্ষোভ শুরু করেন। রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগও জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশকর্মীরা। ঘটনার খবর চাউর হতেই অভিভাবকেরা সন্তানদের বাড়ি নিয়ে চলে যান। তালা ঝুলিয়ে দেওয়া হয় স্কুল গেটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সালানপুর শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৮ ০১:৩২
Share:

বিক্ষোভ: শনিবার সালানপুর থানায়। নিজস্ব চিত্র

দশ বছরের ছেলেটি গত কয়েক দিন ধরেই মনমরা হয়েছিল। তা দেখে ছেলের সঙ্গে কথা বলেন বাবা। তার পরেই তিনি অভিযোগ করেন, স্কুলে তাঁর ছেলেকে যৌন নিগ্রহ করা হয়েছে। শনিবার রূপনারায়ণপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুলের ঘটনা। পুলিশ জানায়, এই অভিযোগে স্কুলের কেয়ারটেকার দেব হাড়ি ও বিষয়টি গোপন করার অভিযোগে স্কুলের অধ্যক্ষ দেবপ্রসাদ পালকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

কী ভাবে জানা গেল বিষয়টি? ওই চতুর্থ শ্রেণির ছাত্রটির বাবা জানান, ক’দিন ধরেই তিনি লক্ষ করছিলেন, তাঁর ছেলে অন্যমনস্ক থাকছে। খেলাধুলো বা পড়াশোনা, মন নেই কিছুতেই। প্রায়ই চমকে উঠছে। এর পরেই তিনি ছেলের কাছে জানতে চান কী হয়েছে। বাবার সঙ্গে কথা বলতে গিয়েই কেঁদে ফেলে ছাত্রটি। জানায়, স্কুলের ছাদের ঘরে ডেকে নিয়ে গিয়ে কেয়ারটেকার তাকে যৌন নিগ্রহ করেছে। শুধু তাই নয়, ওই শিশুটি আরও চার জন ছাত্রের নাম করে জানায়, তাদেরও নিগ্রহ করা হয়েছে। এর পরে ওই ছাত্রের বাবা শুক্রবার রাতেই ওই চার ছাত্রের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরাও একই অভিযোগ করেন বলে জানা গিয়েছে।

শনিবার সকাল থেকে অভিভাবকেরা স্কুল-গেটে বিক্ষোভ শুরু করেন। রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগও জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশকর্মীরা। ঘটনার খবর চাউর হতেই অভিভাবকেরা সন্তানদের বাড়ি নিয়ে চলে যান। তালা ঝুলিয়ে দেওয়া হয় স্কুল গেটে।

Advertisement

অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে এ দিন সালানপুর থানায় জড়ো হয়ে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি (পশ্চিম) অনমিত্র দাস বলেন, ‘‘নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়েছে। পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ, রবিবার ধৃতদের আদালতে তুলে আরও জেরার জন্য পুলিশি হেফাজত চাওয়া হবে। কত দিন ধরে এমন ঘটনা চলছে, সে বিষয়েও খোঁজখবর করা হচ্ছে।’’

স্কুলে সিসিটিভি রয়েছে কি না, থাকলেও সেগুলি সচল রয়েছে কি না, সে সব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায়, স্কুলের অধ্যক্ষ দেবপ্রসাদকে গ্রেফতার করার কারণ, অভিযোগে জানানো হয়েছে তাঁকে বিষয়টি জানায় ওই ছাত্র। কিন্তু তার পরেও কোনও রকম পদক্ষেপ করেননি অধ্যক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন