জলের দাবিতে অবরোধ

পানীয় জলের দাবিতে প্রায় এক ঘণ্টা ধরে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভে যোগ দেন স্থানীয় তৃণমূল নেতৃত্বও। রবিবার কুলটির নিউরোড এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিনের বিক্ষোভে যোগ দেন স্থানীয় নিউরোড, শ্রীপুররোড, গাঙ্গুঠিয়া ও শ্রীপুর গ্রামের বাসিন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ০৩:৪৭
Share:

পানীয় জলের দাবিতে প্রায় এক ঘণ্টা ধরে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভে যোগ দেন স্থানীয় তৃণমূল নেতৃত্বও। রবিবার কুলটির নিউরোড এলাকার ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিনের বিক্ষোভে যোগ দেন স্থানীয় নিউরোড, শ্রীপুররোড, গাঙ্গুঠিয়া ও শ্রীপুর গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, গত দেড় মাস ধরে এলাকায় মিলছে না পানীয়।

অন্যান্য দিনের মতো রবিবারও জল মেলেনি। তারপরেই বেলা ১১টা নাগাদ বাসিন্দাদের একাংশ নিউরোড লাগোয়া জিটিরোডে অবরোধ শুরু করেন। অল্প সময়ের মধ্যেই যাত্রীবাহী বিভিন্ন গাড়ি-সহ বহু যানবাহন আটকে পড়ে। ঘটনাস্থলে পৌঁছন কুলটি থানার পুলিশকর্মীরা।

Advertisement

প্রায় এক ঘণ্টা বাদে প্রশাসনের আধিকারিকেরা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর ১২টা নাগাদ অবরোধ ওঠে। আসানসোল পুরসভার জল দফতরের মেয়র পারিষদ পূর্ণশশী রায়ের দাবি, ‘‘এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের একটি জলের পাইপ ফেটে যাওয়াতেই বিপত্তি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement