জলের দাবিতে অবরোধ

গরম পড়তেই প্রতি বছরের মতো এ বারও জলের জন্য হাহাকার শিল্পাঞ্চল জুড়ে। পানীয় জলের দাবিতে শুক্রবারও বিক্ষোভ-অবরোধ হল নানা এলাকায়। নিয়মিত পানীয় জল সরবারহের দাবিতে এ দিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান জামুড়িয়ার লালবাজার গ্রামের বাসিন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জামুড়িয়া ও আসানসোল শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৫ ০১:৫৪
Share:

পথ আটকে চলছে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

গরম পড়তেই প্রতি বছরের মতো এ বারও জলের জন্য হাহাকার শিল্পাঞ্চল জুড়ে। পানীয় জলের দাবিতে শুক্রবারও বিক্ষোভ-অবরোধ হল নানা এলাকায়।

Advertisement

নিয়মিত পানীয় জল সরবারহের দাবিতে এ দিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান জামুড়িয়ার লালবাজার গ্রামের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা বাপি রায়, নীলকান্ত চক্রবর্তীরা অভিযোগ করেন, সমস্যা মেটানোর আর্জি জানিয়ে গত দু’মাস ধরে বেশ কয়েক বার জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু তার পরেও গ্রামের ৫টি জলের কল থেকে মাসের বেশির ভাগ দিনই জল পড়ে না। দিন পনেরো আগে কারিগরি দফতরের একটি প্রতিনিধি গ্রামে এসে পরিস্থিতি খতিয়ে দেখে গেলেও কোনও প্রতিকার হয়নি। প্রশাসনের তরফে যদিও পাল্টা অভিযোগ করা হয়, গ্রামবাসীরা জলাধারের বিদ্যুৎ সংযোগের লাইন কেটে দেওয়ায় শুক্রবার সকাল থেকে ওই গ্রাম ও লাগোয়া এলাকায় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। বাপিবাবুরা দাবি করেন, দীর্ঘদিন আবেদন করেও কোনও ফল না মেলায় গ্রামবাসীদের একাংশ এই সংযোগ কেটে দিয়েছেন। এ দিন যদিও পুলিশের উপস্থিতিতে কারগরি দফতরের প্রতিনিধি বেশি সময় পাম্প চালিয়ে ওই গ্রামে পর্যাপ্ত জল সরবারহ করার প্রতিশ্রুতি দেন।

জলের দাবিতে এ দিন আসানসোলের ৩০ নম্বর ওয়ার্ডের বিসি রায় রোডেও অবরোধ করে বিভোক্ষ দেখান এলাকার বাসিন্দারা। সকাল ৯টা থেকে শুরু হয় অবরোধ। প্রায় আড়াই ঘণ্টা পরে পুর কর্তৃপক্ষের তরফে পানীয় জলের সমস্যা মেটাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধ উঠে যায়। ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করেন, তাঁদের এলাকায় প্রবল পানীয় জলের সঙ্কট শুরু হয়েছে। দিনে দু’বালতির বেশি জল পাচ্ছেন না। পুর কর্তৃপক্ষের কাছে এই সমস্যার কথা জানিয়েও লাভ হচ্ছে না। আর কোনও উপায় না দেখে তাঁরা রাস্তা অবরোধ করেছেন। যদিও এই রাস্তা দিয়ে বিশেষ কোনও যান চলাচল করেনা। তাই অবরোধের কোনও প্রভাবও পড়েনি। পুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই এলাকায় ট্যাঙ্কে করে পর্যাপ্ত জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন