Traffic Sign Board Row

সোজা গেলে হাসপাতাল, ডান দিকে টিএমসি পার্টি অফিস, রাস্তার ফলকে মিশে গেল শাসক ও সরকার! বিতর্ক

মালুন গ্রামের তিন মাথার মোড়ে সম্প্রতি একটি ফলক বসেছে। সরকারি ওই ফলকে লেখা রয়েছে, সোজা চলে গেলে পান্ডুগ্রাম হাসপাতাল। বাঁ দিকে গেলে পালিটা আর ডান দিকে গেলে ‘মালুন টিএমসি পার্টি অফিস।’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ২০:৪৬
Share:

যে ফলক ঘিরে বিতর্ক। —নিজস্ব চিত্র।

সরকারি অর্থব্যয়ে বসানো রাস্তার ফলক ঘিরে বিতর্ক পূর্ব বর্ধমানে। কারণ, গুরুত্বপূর্ণ জায়গাগুলির পথনির্দেশে রয়েছে শাসকদলের কার্যালয়ও। কী ভাবে সরকারি টাকায় রাস্তার ফলকে তৃণমূল কার্যালয়ের পথনির্দেশ দেওয়া হতে পারে, প্রশ্ন তুলেছেন বিরোধীরা। শাসকদলের নেতাদের দাবি, এতে ভুল বা অন্যায় কিছু হয়নি। অযথা বিতর্ক বাধানোর চেষ্টা করছে বিজেপি। সব মিলিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।

Advertisement

পূর্ব বর্ধমানের কেতুগ্রাম-১ ব্লকের পান্ডুগ্রাম পঞ্চায়েতের মালুন গ্রামের তিন মাথার মোড়ে সম্প্রতি একটি ফলক বসেছে। সরকারি ওই ফলকে লেখা রয়েছে, সোজা চলে গেলে পান্ডুগ্রাম হাসপাতাল। বাঁ দিকে গেলে পালিটা আর ডান দিকে গেলে ‘মালুন টিএমসি পার্টি অফিস।’ বিতর্কের শুরু এখানেই। তৃণমূলের কার্যালয় কী ভাবে সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, সরকারি টাকায় দলের প্রচার করছে ঘাসফুল শিবির। পাল্টা তৃণমূলের সাফাই, এলাকা ‘চিহ্নিত’ করতে গেলে দলীয় কার্যালয় তো লেখা হবেই। এতে অন্যায়ের কী আছে!

স্থানীয় সূত্রে খবর, বছরখানেক আগে রাজ্য সরকারের উদ্যোগে ‘পথশ্রী’ প্রকল্পে প্রায় পাঁচ কিলোমিটার পিচরাস্তা নির্মাণ করা হয়। হালে পথনির্দেশের জন্য একটি সাইনবোর্ড লাগানো হয়েছে। তিন মাথার মোড়ের সামনে সবুজ রঙের সেই বোর্ডে সাদা রঙের লেখায় জ্বলজ্বল করছে ‘মালুন টিএমসি পার্টি অফিস।’ এ নিয়ে বিতর্কের কথা শুনে কাটোয়া মহকুমাশাসক অহিংসা জৈন বলেন, ‘‘বিষয়টি কী, খোঁজ নিয়ে দেখব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement