প্রতিবাদে ইসিএলের কোলিয়ারিতে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখালেন মৃতের পরিবার ও পরিজন। —নিজস্ব চিত্র।
ইসিএলের গাড়ির ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু। প্রতিবাদে ইসিএলের কোলিয়ারিতে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখালেন মৃতের পরিবার ও পরিজন।
আসানসোলের কুলটির ইসিএলের বেজডি কোলিয়ারির ঘটনা। জানা গিয়েছে, সোমবার রাধানগরের বাসিন্দা একাদশ শ্রেণির ছাত্রী নন্দিনী গুপ্ত তার মামার সঙ্গে মোটরবাইকে চেপে স্কুল যাওয়ার সময় ইসকো রোডের রানিসায়র মোড়ে ইসিএলের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। ওই ছাত্রীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোমবার জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর বেজডি কোলিয়ারিতে দেহ রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায়। বিক্ষোভে শামিল আসানসোল পুরসভার ১০২ ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ মাজিও।