Coronavirus

নেতা-সহ সাত জন করোনায় আক্রান্ত

পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন তিনেক আগে তাঁর পরিবারের এক সদস্যের জ্বর আসে। এর পরেই গাড়ির চালক-সহ পরিবারের বাকিদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২০ ০১:২৩
Share:

ফাইল চিত্র

তিনি-সহ পরিবারের বাকিরা করোনা আক্রান্ত হয়ে কাঁকসার কোভিড-হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তমবাবু-সহ তাঁর পরিবারের মোট ছ’জন ও গাড়ির চালককে কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন তিনেক আগে তাঁর পরিবারের এক সদস্যের জ্বর আসে। এর পরেই গাড়ির চালক-সহ পরিবারের বাকিদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার রাতে রিপোর্ট আসে। সকালে তাঁদের সবাইকে ভর্তি করানো হয় কোভিড হাসপাতালে। হাসপাতাল থেকে ফোনে উত্তমবাবু বলেন, ‘‘নমুনা পরীক্ষায় ‘কোভিড পজ়িটিভ’ রিপোর্ট এসেছে। তার পরে আমরা সবাই কোভিড-হাসপাতালে ভর্তি হয়েছি।’’

গত কয়েকদিনে উত্তমবাবু কোন-কোন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন এবং কারা-কারা তাঁর সংস্পর্শে এসেছিলেন, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে দলের অন্দরে। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা বলেন, ‘‘সাবধানের মার নেই!’’ শনিবার প্রশাসনের তরফে উত্তমবাবুর বাড়ি ও আশপাশের এলাকা জীবাণুমুক্ত করা হয়। উত্তমবাবু ও তাঁর পরিবারের সংস্পর্শে আসা মানুষের তালিকা তৈরির কাজ চলছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি দুর্গাপুর-ফরিদপুর ব্লকের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ (খাদ্য) সুজিত মুখোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে কোভিড-হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে ছাড়াও পান। তবে তাঁর সংস্পর্শে আসা বাকিদের কারও আপাতত আক্রান্ত হওয়ার খবর নেই বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Advertisement

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।

• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement