TMC

TMC: ‘বহিরাগত-হস্তক্ষেপ’, ভিডিয়ো-বিতর্ক

বিরোধীদের কটাক্ষ, এত দিন তাঁরা যে অভিযোগ করেছিলেন, এ বার সেটাই বলছেন শাসক দলের নেতাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২২ ০৭:৫৮
Share:

সমীর বিশ্বাস। নিজস্ব চিত্র।

বিভিন্ন নির্বাচনে ‘বহিরাগতেরা হস্তক্ষেপ করছে’— বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক তৃণমূল নেতার এমন একটি ‘ভিডিয়ো ক্লিপ’ (সত্যতা যাচাই করেনি আনন্দবাজার) ছড়ানোর পরে, সরব হয়েছে বিরোধীরা। ক্লিপে দেখা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর বিশ্বাসকে। সে সুবাদে বিরোধীদের কটাক্ষ, এত দিন তাঁরা যে অভিযোগ করেছিলেন, এ বার সেটাই বলছেন শাসক দলের নেতাও। যদিও সমীর তাঁর মন্তব্যের ‘অপব্যাখ্যা’ হচ্ছে বলে দাবি করেন।

Advertisement

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গত বুধবার কাঁকসার কুলডিহা গ্রামে দলের একটি শাখা-সংগঠনের কর্মী সম্মেলন আয়োজন করা হয়। গ্রামেরই একটি কমিউনিটি হলে তা হয়। সেখানে যোগ দিয়েছিলেন সমীর। বিরোধীদের দাবি, ভিডিয়োটি ওই সম্মেলনেই রেকর্ড করা। ভিডিয়োয় সমীরকে বলতে শোনা যাচ্ছে, “বিভিন্ন নির্বাচনে বহিরাগতদের হস্তক্ষেপ দেখা গিয়েছে। কে, কী ভাবে পঞ্চায়েত ভোটে নির্বাচিত হয়েছে, তা বন্ধ ঘরে বলতে অসুবিধা নেই। কিন্তু পদে বসার পরেও অনেকে ঠিক ভাবে কাজ করছেন না। পয়সা কামানোর ধান্দা করছেন।” পাশাপাশি, ভিডিয়োয় এলাকার কিছু সাংগঠনিক ত্রুটির বিষয়েও মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে।

২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে কাঁকসা ব্লকের সাতটি পঞ্চায়েতের প্রতিটিতেই তৃণমূল ক্ষমতায় আসে। কিন্তু পঞ্চায়েত ভোটের সময় বিরোধীরা অভিযোগ করেছিলেন, বহিরাগত এনে ভোট লুট করেছে তৃণমূল। শাসক দল সে অভিযোগ মানেনি। এ দিন সমীরের বক্তব্য সামনে আসার পরে, বিরোধীরা ফের সরব হয়েছেন। কাঁকসার বিজেপি নেতা রমন শর্মার অভিযোগ, “জনতার ভোটে তৃণমূল যে জেতেনি, ওঁদের নেতার বক্তব্যেই তা স্পষ্ট হল। লুটের ভোটে জিতেও তাঁরা যে কাজ করছেন না, তা-ও দেখা গেল।” সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বীরেশ্বর মণ্ডলের প্রতিক্রিয়া, “তৃণমূল যে সন্ত্রাস করে, ভোট লুট করে জিতেছিল, তা ওঁদের নেতার বক্তব্যেই স্পষ্ট।”

Advertisement

যদিও সমীরবাবুর পাল্টা দাবি, “আমার মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে।” তাঁর সংযোজন: “ঘরের ভিতরের কোনও আলোচনা কী ভাবে বাইরে এল, সেটাও খুঁজে বার করে ব্যবস্থা নিতে হবে।” তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়ের প্রতিক্রিয়া, “বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন। তবে আমাদের নেতা কী বলেছেন, তা খোঁজ নিয়ে দেখা হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement