ব্লিচিং ছড়াচ্ছেন পড়ুয়ারা। নিজস্ব চিত্র।
সকাল হতেই কোদাল, বেলচা, ঝাঁটা হাতে রাস্তায় নামছেন তাঁরা। জাতীয় সেবা প্রকল্পের (এনএসএস) অধীনে আট দিন ধরে সাফাই অভিযানে নেমেছেন আসানসোল বিসি কলেজের এক দল পড়ুয়া।
কলেজের শিক্ষিকা বর্ণালী প্রামাণিক জানান, শহরের ৭৭ নম্বর ওয়ার্ডে নরসিংহবাঁধ লাগোয়া দুবেপাড়া ও দাসপাড়া এই কাজের জন্য ‘দত্তক’ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, সমীক্ষায় দেখা গিয়েছে এই দু’টি এলাকায় সাফাইকাজ আশানুরূপ নয়। তাই ১৭-২৪ ফেব্রুয়ারি সেখানে সাফাই চলছে।
বুধবার দুপুরে এলাকায় গিয়ে দেখা যায়, হাতে গ্লাভস, মুখে মাস্ক বেঁধে নেমে পড়েছেন প্রায় ৬০ জন পড়ুয়া। তাঁদের কয়েক জন জানান, ৩৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির পরিবেশ স্বাস্থ্যকর নয়। লাগোয়া এলাকায় গজিয়েছে জঙ্গল। ডাঁই করে রাখা আবর্জনা। ওই কেন্দ্রের পাশে একটি বড় গর্তে নিকাশি জল জমা হচ্ছে। দুর্গন্ধের মধ্যেই খুদেরা খিচুড়ি খাচ্ছে।
দ্বিতীয় বর্ষের পড়ুয়া দেবদীপ দত্ত, ফুলটুসি খাতুন, রজত গোস্বামীরা জানান, জঙ্গল সাফ, ব্লিচিং ছড়ানো-সহ বিভিন্ন কাজ করা হয়েছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। কেন্দ্রের সঞ্চালক রিতা দাস সে জন্য কৃতজ্ঞতা জানান।
বুধবার সকালে দুবেপাড়ায় পড়ুয়াদের সঙ্গে সাফাইয়ে হাত লাগান এলাকার মানুষও। পরমজিৎ কাউর নামে এক জন বলেন, ‘‘ওঁরা আজ আমাদের শিক্ষা দিয়ে গেলেন।’’ কলেজের অধ্যক্ষ ফাল্গুনী মুখোপাধ্যায় বলেন, ‘‘শহর ভাল রাখার দায়িত্ব নাগরিকদেরও। সে কারণেই পড়ুয়াদের এই উদ্যোগ।’’