ঘুম ভাঙিয়ে বেজে উঠল আগুনের অ্যালার্ম

রাতে তখন বেশির ভাগ রোগীই নিজেদের বিছানায় শুয়েছিলেন। অনেকে ঘুমিয়েও পড়েছিলেন। হঠাৎ সব ক’টি ওয়ার্ড থেকেই বেজে উঠতে থাকে অ্যালার্ম। আতঙ্কে অনেক রোগী বিছানা ছেড়ে বাইরে চলে আসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৭ ০৮:৩০
Share:

প্রতীকী ছবি।

আগুন লেগে গেলে রোগী এবং হাসপাতালের কর্মীদের আপৎকালীন ভিত্তিতে সতর্ক করার জন্য দিন চারেক আগে প্রতিটি ওয়ার্ডের কাছেই ফায়ার অ্যালার্ম বসেছিল কালনা মহকুমা হাসপাতালে। মাইকে ঘোষণা করে সেগুলিকে বাজিয়ে পরীক্ষা করেও দেখা হয়। কিন্তু, মঙ্গলবার রাত এগারোটা নাগাদ আচমকাই বিকট শব্দে বেজে উঠে বিপত্তি বাধাল সেই সব অ্যালার্ম! চলে এল দমকল। পরে অবশ্য জানা গেল, আগুন লাগেনি। যান্ত্রিক ত্রুটিতেই সব ওয়ার্ডে সেগুলি বেজে উঠেছিল।

Advertisement

রাতে তখন বেশির ভাগ রোগীই নিজেদের বিছানায় শুয়েছিলেন। অনেকে ঘুমিয়েও পড়েছিলেন। হঠাৎ সব ক’টি ওয়ার্ড থেকেই বেজে উঠতে থাকে অ্যালার্ম। আতঙ্কে অনেক রোগী বিছানা ছেড়ে বাইরে চলে আসেন। আওয়াজ পেয়ে আশপাশ এলাকার লোকজন ছুটে আসে। দ্রুত হাসপাতালে পৌঁছয় দমকল বাহিনী। আসেন হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বরাই। খোঁজ খোঁজ। কোথায় লেগেছে আগুন! কিছুই অবশ্য পাওয়া যায়নি। কিছুক্ষণ পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারেন, আগুন আদৌ লাগেনি। যান্ত্রিক ত্রুটির কারণেই কোনও ভাবে সব ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে। দমকলকর্মীদের চেষ্টায় শেষ পর্যন্ত অ্যালার্মগুলি বন্ধ করা যায়। বুধবার সকালে হাসপাতালে ভর্তি এক রোগীর আত্মীয় অমিয় ঘোষ বললেন, ‘‘ওই আওয়াজ শুনে আগুন লেগেছে ভেবে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। যদিও শেষ পর্যন্ত জানতে পারি রোগীরা নিরাপদে রয়েছে।’’

সুপার কৃষ্ণচন্দ্রবাবু বলেন, ‘‘কেন অ্যালার্মগুলি বেজে উঠল, তা জানতে হাসপাতাল তদন্ত শুরু করেছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন