পূর্বস্থলীতে সুনীতার বাড়িতে মন্ত্রী

দ্বিতীয় দফায় মন্ত্রী হয়ে শনিবার নিজের বিধানসভা এলাকা পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রে ফিরলেন স্বপন দেবনাথ। এলাকায় ফিরেই স্বপনবাবু এভারেস্ট অভিযানে যাওয়া পর্বতারোহী সুনীতা হাজরার শ্বশুরবাড়ি পূর্বস্থলীর মালগড়িয়া গ্রামে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ২৯ মে ২০১৬ ০২:১১
Share:

দ্বিতীয় দফায় মন্ত্রী হয়ে শনিবার নিজের বিধানসভা এলাকা পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রে ফিরলেন স্বপন দেবনাথ। এলাকায় ফিরেই স্বপনবাবু এভারেস্ট অভিযানে যাওয়া পর্বতারোহী সুনীতা হাজরার শ্বশুরবাড়ি পূর্বস্থলীর মালগড়িয়া গ্রামে যান। সুনীতার শ্বশুর চণ্ডীচরণ হাজরার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতেও দেখা যায় মন্ত্রীকে। মালগড়িয়া থেকে ফেরার পথে মন্ত্রী বলেন, ‘‘সুনীতা আমাদের গর্ব। উনি এলাকায় এলে আমরা সংবর্ধনা জানাব।’’

Advertisement

এ দিন স্বপনবাবুর আসার খবর মিলতেই গোটা পূর্বস্থলী জুড়েই উৎসবের মেজাজ দেখা যায় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে। কালনার সিঙ্গেরকোন, বৈদ্যপুর মোড়, ধাত্রীগ্রাম, নান্দাই, পূর্বস্থলীর সমুদ্রগড়, নসরতপুর প্রভৃতি বিভিন্ন এলাকায় গাড়ি থামিয়ে মন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়। ধাত্রীগ্রামে ১০ কিলোগ্রাম রজনীগন্ধার মালা পরিয়ে মন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। বৈদ্যপুরে দলের নেতা-কর্মীদের সঙ্গে একটি চায়ের দোকানে বসে গল্পে মশগুল হতেও দেখা যায় স্বপনবাবুকে। স্বপনবাবুকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন পুরপ্রধান দেবপ্রসাদ বাগ, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, কালনা ১-এর তৃণমূল সভাপতি উমাশঙ্কর সিংহরায়রা। স্বপনবাবু বলেন, ‘‘নেত্রী আমার উপর আস্থা রেখেছেন। সেই আস্থার মর্যাদা রাখতে কাজ করার চেষ্টা করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন