Student Harassment

আট বছরের কিশোরীকে যৌন হেনস্থা! গৃহশিক্ষককে বেঁধে মারধর মঙ্গলকোটে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত গৃহশিক্ষক ওই গ্রামেরই বাসিন্দা। তাঁর কাছে টিউশন নিতে যেত বছর আটেকের ওই বালিকা। অভিযোগ, টিউশন নিয়ে বাড়িতে ফিরে নাবালিকা তাঁর মায়ের কাছে জানায়, তার সঙ্গে ‘অশালীন আচরণ’ করেছেন ওই গৃহশিক্ষক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আট বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল তার গৃহশিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় ওই গৃহশিক্ষককে বেঁধে রেখে মারধর করলেন ‘নির্যাতিতা’র পাড়ার লোকজন। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের একটি গ্রামে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর জখম অবস্থায় ওই অভিযুক্তকে উদ্ধার করে প্রথমে শ্রীখণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত গৃহশিক্ষক ওই গ্রামেরই বাসিন্দা। তাঁর কাছে টিউশন নিতে যেত বছর আটেকের ওই বালিকা। অভিযোগ, টিউশন নিয়ে বাড়িতে ফিরে নাবালিকা তাঁর মায়ের কাছে জানায়, তার সঙ্গে ‘অশালীন আচরণ’ করেছেন ওই গৃহশিক্ষক। এর পরে বালিকার মা বিষয়টি তাঁর স্বামীকে জানান। স্থানীয়েরাও বিষয়টি জানতে পারেন।

স্থানীয়েরাই গৃহশিক্ষককে তাঁর বাড়ি থেকে ডেকে আনেন। অভিযোগ, তার পরে স্থাানীয় বারোয়ারি শিবমন্দিরে নিয়ে গিয়ে মারধর করা হয় শিক্ষককে। অভিযুক্ত শিক্ষকের বাবার দাবি, পুরনো শত্রুতার জেরেই তাঁর ছেলেকে মারধর করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement