ওসিকে তলব আদালতের

আদালত থেকে সমন পাঠানো হলেও পুলিশ সেগুলি সাক্ষীদের কাছে পৌঁছে দেয় না। বুদবুদ থানার বিরুদ্ধে এই অভিযোগ তুলে দুর্গাপুর আদালতে মামলা করেন এক আইনজীবী। সেইমতো বুধবার থানার ওসি এবং এক সাব-ইনস্পেক্টরকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেন চতুর্থ কোর্টের বিচারক কুন্দনকুমার গুঞ্জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share:

আদালত থেকে সমন পাঠানো হলেও পুলিশ সেগুলি সাক্ষীদের কাছে পৌঁছে দেয় না। বুদবুদ থানার বিরুদ্ধে এই অভিযোগ তুলে দুর্গাপুর আদালতে মামলা করেন এক আইনজীবী। সেইমতো বুধবার থানার ওসি এবং এক সাব-ইনস্পেক্টরকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেন চতুর্থ কোর্টের বিচারক কুন্দনকুমার গুঞ্জন।

Advertisement

আইনজীবী তুষারকান্তি বন্দ্যোপাধ্যায় জানান, ২০১৩ সাল থেকে একটি কপিরাইট মামলা চলছিল আদালতে। সেই মামলায় পুলিশ বুদবুদ থেকে দু’জনকে গ্রেফতার করে।

তুষারবাবুর অভিযোগ, আদালত থেকে বারবার সমন পাঠানো হলেও তা সাক্ষীদের কাছে পৌঁছে দেয়নি বুদবুদ থানা। পরে অভিযোগের ভিত্তিতে কেন সাক্ষীদের কাছে আদালতের সমন পৌঁছায়নি, তার কারণ জানাতে বলা হয় বুদবুদ থানার ওসি ও ওই সাব ইন্সপেক্টরকে। তুষারবাবু দাবি করেন, ওসি-র জবাবে বিচারক সন্তুষ্ট হননি। তিনি ওসিকে ভর্ৎসনা করেন।

Advertisement

যদিও এ বিষয়ে বুদবুদ থানার ওসি সুদীপ দাসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন