দিনে ডাকাতি

দিনেদুপুরে বাড়ির তালা ভেঙে চুরি হয়ে গেল পূর্বস্থলীর পাটুলির নতুনপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুষ্কৃতীরা পাঁচিল টপকে বাড়িতে ঢুকেছিল। কিন্তু সকাল ১১টায় কীভাবে সকলের চোখ এড়িয়ে বাড়িতে ঢুকল দুষ্কৃতীরা তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পূর্বস্থলী শেষ আপডেট: ১০ মে ২০১৬ ০৩:০৭
Share:

দিনেদুপুরে বাড়ির তালা ভেঙে চুরি হয়ে গেল পূর্বস্থলীর পাটুলির নতুনপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুষ্কৃতীরা পাঁচিল টপকে বাড়িতে ঢুকেছিল। কিন্তু সকাল ১১টায় কীভাবে সকলের চোখ এড়িয়ে বাড়িতে ঢুকল দুষ্কৃতীরা তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এলাকায় আগে কখনও এমন ঘটেনি বলেও জানিয়েছেন বাসিন্দারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলীর ওই এলাকায় বহু বছর ধরেই বাস করছেন মোদক দম্পতি। বাড়ির কর্তা বিশ্বজিৎবাবুর সর্ষে ও পাম তেলের ব্যবসা রয়েছে। সোমবার ব্যবসার কাজেই সকালে বেরিয়ে য়ান তিনি। তাঁর স্ত্রীও সকাল সাড়ে আটটা নাগাদ নবদ্বীপ যান। বাড়িতে ছিল তাঁদের ছোট ছেলে রাজা মোদক। কাটোয়া কলেজের বিজ্ঞান বিভাগের ওই ছাত্রের দাবি, মা-বাবা বেড়িয়ে যাওয়ার ঘণ্টা খানেক পর বাড়িতে তালা লাগিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যায় সে। এগারোটা নাগাদ ফিরে দেখে সদর দরজার তালা ভাঙা। ঘরে ঢুকে দেখা যায় আলমারিরও তালাও ভাঙা। তাঁদের অভিযোগ, নগদ বেশ কয়েক হাজার টাকা ও কয়েক ভরি সোনার গয়না নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। পূর্বস্থলী থানা ঘটনার তদন্ত শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন