তোলাবাজি নিয়ে বৈঠক তৃণমূলে

বাস্ট্যান্ডে সিন্ডিকেট-রাজ ও তোলাবাজির অভিযোগ নিয়ে নড়েচড়ে বসলেন আসানসোল জেলা তৃণমূল নেতৃত্ব। রবিবার বৈঠক করে এ ব্যাপারে তদন্ত করে পদক্ষেপের সিদ্ধান্ত হয়েছে বলে জানান দলের আসানসোল জেলা সভাপতি ভি শিবদাসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৬ ০২:০১
Share:

বাস্ট্যান্ডে সিন্ডিকেট-রাজ ও তোলাবাজির অভিযোগ নিয়ে নড়েচড়ে বসলেন আসানসোল জেলা তৃণমূল নেতৃত্ব। রবিবার বৈঠক করে এ ব্যাপারে তদন্ত করে পদক্ষেপের সিদ্ধান্ত হয়েছে বলে জানান দলের আসানসোল জেলা সভাপতি ভি শিবদাসন।

Advertisement

আসানসোল বাসস্ট্যান্ডে তোলাবাজি ও সিন্ডিকেটের অভিযোগ নিয়ে কয়েক দিন ধরেই তৃণমূলের অন্দরে সরগরম চলছে। মন্ত্রী মলয়বাবু ভাই তথা পুরসভার মেয়র পারিষদ অভিজিৎ ঘটকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দলেরই পরিবহণ কর্মী ইউনিয়নের সম্পাদক রাজু অহলুওয়ালিয়া। অভিজিৎবাবু অবশ্য সেই অভিযোগ মানতে চাননি।

রবিবার আসানসোলে তৃণমূল কার্যালয়ে জেলা সভাপতি শিবদাসনের সভাপতিত্বে দলের নেতাদের বৈঠক হয়। ছিলেন রাজ্যের মন্ত্রী তথা শহরের বিধায়ক মলয় ঘটক, মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি-সহ নেতারা। সেই সভা শেষে শিবদাসন জানান, বাসস্ট্যান্ডে সিন্ডিকেট-রাজ ও তোলাবাজিতে এক তৃণমূল নেতার জড়িত থাকার অভিযোগ তুলেছেন তৃণমূল অনুমোদিত মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক রাজু অহলুওয়ালিয়া। আগামি রবিবার বেলা ২টোর সময়ে রাজুবাবুকে এই সব অভিযোগের তথ্যপ্রমাণ-সহ হাজিরা দিতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে এই কাজে যুক্ত সমস্ত নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে দলের নেতা-কর্মীদের জন্য কিছু বিধি-নিষেধও আরোপ করা হয়েছে বলেও শিবদাসন জানান। তিনি বলেন, ‘‘দলের রাজ্য নেতৃত্বের নির্দেশেই এই সিদ্ধান্ত।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন