জাতীয় সড়কে ফের অবরোধ তৃণমূলের

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে বৃহস্পতিবারও শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ-অবরোধ করল তৃণমূল। উল্টো দিকে, অর্থলগ্নি সংস্থায় জড়িতদের ধরার দাবিতে পথে নামে সিপিএমও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৭ ০১:০০
Share:

রানিগঞ্জে মিছিল তৃণমূলের।

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে বৃহস্পতিবারও শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ-অবরোধ করল তৃণমূল। উল্টো দিকে, অর্থলগ্নি সংস্থায় জড়িতদের ধরার দাবিতে পথে নামে সিপিএমও।

Advertisement

বৃহস্পতিবার সকালে রানিগঞ্জের দু’টি জায়গায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূল। এ দিন সকালে প্রায় আধ ঘণ্টা ধরে চাঁদা মোড়ে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা-কর্মীরা। বিকেল সাড়ে ৪টে নাগাদ আবার ৬০ নম্বর জাতীয় সড়কে বল্লভপুর-সাহেবগঞ্জ মোড় অবরোধ করে তৃণমূল। কুড়ি মিনিট বিক্ষোভের পরে সেখান থেকে বল্লভপুর পেপারমিল পর্যন্ত মিছিলও করা হয়। দু’টি অবরোধের জেরেই যানজট তৈরি হয় জাতীয় সড়কে।

এ দিন আসানসোলে মেয়র জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে পুরসভার সামনে কয়েক ঘণ্টা বিক্ষোভ দেখায় তৃণমূল। সেখানে নোট-বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদও জানানো হয়। দুর্গাপুরে মুচিপাড়ার আইটিআই-এর তৃণমূল ছাত্র পরিষদ সদস্যেরা প্রতিবাদ মিছিল করেন। মিছিল বিধাননগর ঘুরে মুচিপাড়ায় পথসভা করে।

Advertisement

দুর্গাপুরে রাস্তায় সিপিএম।

এ দিন বিকেলে দুর্গাপুরে পথে নামে সিপিএম-ও। লগ্নি সংস্থায় জড়িতদের দ্রুত গ্রেফতারির দাবিতে এসসিআই গেট থেকে মিছিল করে সিপিএমের দুর্গাপুর ২ পূর্ব জোনাল কমিটি। পরে বিধাননগর ফাঁড়িতে বিক্ষোভও দেখানো হয়।

বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন