ফের টোটো-রিকশা সংঘর্ষ কাটোয়ায়

ফের সংঘর্ষ বাধল টোটো ও রিকশায়। মঙ্গলবার কাটোয়ার বিভিন্ন এলাকায় সকাল থেকে বেশ কয়েকবার টোটো চালক ও রিকশা চালকদের মধ্যে ঝামেলা বাধে। স্থানীয় সূত্রে খবর, সকালে বিশ্বজিৎ দত্ত নামে এক টোটোচালককে স্টেশন চত্বরে কয়েকজন রিকশা চালক মারধর করেন। আহত অবস্থায় বিশ্বজিৎবাবুকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদাতা

কাটোয়া শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৬ ০২:৪৮
Share:

আহত রিকশা চালক। নিজস্ব চিত্র।

ফের সংঘর্ষ বাধল টোটো ও রিকশায়।

Advertisement

মঙ্গলবার কাটোয়ার বিভিন্ন এলাকায় সকাল থেকে বেশ কয়েকবার টোটো চালক ও রিকশা চালকদের মধ্যে ঝামেলা বাধে। স্থানীয় সূত্রে খবর, সকালে বিশ্বজিৎ দত্ত নামে এক টোটোচালককে স্টেশন চত্বরে কয়েকজন রিকশা চালক মারধর করেন। আহত অবস্থায় বিশ্বজিৎবাবুকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শহরের লেনিন সরণিতেও সংঘর্ষে আহত হন বঙ্কু চক্রবর্তী নামে আর এক রিকশা চালক। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। পরে টোটো চালকেরা কাটোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। মহকুমাশাসকের কাছে স্মারকলিপিও জমা দিতে যান তাঁরা। তবে তা জমা নেওয়া হয়নি।

কাটোয়ায় গত এক বছর ধরেই টোটো-রিকশা গোলমাল চলছে। রিকশা চালকদের দাবি, শহরের মধ্যে টোটো চালানো যাবে না। এ নিয়ে মহকুমা প্রশাসনের সঙ্গে বৈঠকও হয়েছে দু’পক্ষের। প্রশাসন সূত্রে খবর, শেষ বারের বৈঠকে সিদ্ধান্ত হয় শহরের মধ্যে টোটো চালানো যাবে না। রিকশা স্ট্যান্ডের কাছে টোটো রাখা যাবে না। তবে এরপরেও শহরের বাইরে থেকে যাত্রী নিয়ে টোটো চালকেরা শহরে আসেন এবং যাতায়াতের পথে সওয়ারি তোলেন বলেও রিকশা চালকদের অভিযোগ। এ দিনই সেই নিয়েই গোলমাল বাধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কেন টোটোয় শহরের যাত্রী তোলা হচ্ছে এ নিয়ে বচলা শুরু হয়। পরে হাতাহাতি, মারামারি বেধে যায়। পরে থানায় অভিযোগ করে ফেরার পথে তাঁদের উপর পাল্টা হামলা চালানো হয় বলেও অভিযোগ টোটো চালকদের। শহরের বাসিন্দাদেরো অভিযোগ, বারবার কাটোয়ার বিভিন্ন এলাকায় টোটো ও রিকশা চালকদের ঝামেলা হচ্ছে। প্রশাসনের তরফে স্থায়ী কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সমস্যা না মেটালে চলাফেরা করা মুশকিল হয়ে যাচ্ছে বলেও তাঁদের দাবি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন