দুর্গাপুরে জানালেন মন্ত্রী

পর্যটনে দক্ষ কর্মী তৈরিতে প্রশিক্ষণের ব্যবস্থা কলেজে

শিল্পাঞ্চলে পর্যটনের প্রসারে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে, বুধবার দুর্গাপুরে দাবি করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। দুর্গাপুরে নির্মীয়মাণ সরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজ আগামি শিক্ষাবর্ষ থেকেই চালু হয়ে যাবে বলেও জানান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪১
Share:

শিল্পাঞ্চলে পর্যটনের প্রসারে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে, বুধবার দুর্গাপুরে দাবি করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। দুর্গাপুরে নির্মীয়মাণ সরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজ আগামি শিক্ষাবর্ষ থেকেই চালু হয়ে যাবে বলেও জানান তিনি।

Advertisement

দক্ষিণবঙ্গের বর্ধমান ডিভিশনের সাতটি জেলায় পর্যটনের সম্ভাবনা খতিয়ে দেখতে এসেছেন গৌতমবাবু। সোমবার তিনি দুর্গাপুরে এসে জানান, মাইথনে পর্যটকদের থাকার জন্য ১৫-২০ জন থাকার মতো ডর্মিটরি গড়ার কাজ চলছে। এ ছাড়া দু’জন করে থাকার মতো পাঁচটি কটেজ তৈরি করা হবে। সে জন্য জায়গা দেখাও হয়ে গিয়েছে। দুর্গাপুরে দামোদরের ধারে বন্ধ পড়ে থাকা পর্যটন দফতরের ট্যুরিস্ট লজটি পুজোর মরসুমে চালু করার উদ্যোগ হয়েছে। তিনি বলেন, ‘‘বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে লজটি চালু করা হবে।’’ তিনি আরও জানান, দুর্গাপুরের ফুলঝোড়ে হোটেল ম্যানেজমেন্ট কলেজ গড়ার কাজে ইতিমধ্যে প্রায় ১৪ কোটি টাকা খরচ করা হয়েছে। কাজ শেষ করতে মোট ২২-২৫ কোটি টাকা লাগবে। আগামি শিক্ষাবর্ষ থেকেই কলেজটি চালু হয়ে যাবে। ১২০ জন পড়ুয়া স্নাতক স্তরে পড়াশোনার সুযোগ পাবে। তাছাড়া পর্যটন শিল্পের জন্য প্রশিক্ষিত দক্ষ কর্মী গড়ার জন্য অল্প সময়ের কোর্সও চালু করা হবে ওই কলেজে। কাঁকসার দেউলেও বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী জানান, শুধু স্থানীয় নয়, সারা দেশ থেকে আসা, এমনকী ভিন্‌ দেশের পর্যটকদের কথা ভেবে পরিকল্পনা করে এগোচ্ছে পর্যটন দফতর। ‘অ্যাডভেঞ্চার স্পোর্টস ট্যুরিজম’ নিয়ে নির্দিষ্ট গাইডলাইন তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। মন্দারমনিতে সমুদ্রের ধারে রাস্তা তৈরির কাজ আর এক কিলোমিটার বাকি রয়েছে। শীঘ্রই তা হয়ে যাবে। এর পরেই মন্দারমনি সৈকতে যে কোনও ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হবে। পর্যটনের প্রসারে সরকারের ইতিবাচক ভাবনাচিন্তায় অন্ডাল বিমানবন্দর ফাঁকা পড়ে থাকার বিষয়টি প্রভাব ফেলবে কি না, সে প্রশ্নে মন্ত্রী বলেন, ‘‘এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা যাতে ফের চালু করা যায় সে জন্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিমান পরিবহণ দফতর, সব জায়গায় দরবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন