পুলিশকর্মীর উপরে চড়াও, ধৃত চালক

যানজট সামাল দিতে যাওয়া ট্রাফিক পুলিশের এক কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার হলেন এক গাড়ি চালক। শুক্রবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে ২ নম্বর জাতীয় সড়কে কাঁকসার রাজবাঁধ মোড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের দিক থেকে আসা একটি লরি ও গাড়ির মধ্যে কে আগে যাবে সে নিয়ে টক্কর চলছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৬ ০১:০৪
Share:

যানজট সামাল দিতে যাওয়া ট্রাফিক পুলিশের এক কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার হলেন এক গাড়ি চালক। শুক্রবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে ২ নম্বর জাতীয় সড়কে কাঁকসার রাজবাঁধ মোড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের দিক থেকে আসা একটি লরি ও গাড়ির মধ্যে কে আগে যাবে সে নিয়ে টক্কর চলছিল। রাজবাঁধ মোড়ের কাছে লরিটি বিপজ্জনক ভাবে এগিয়ে যেতে চায়। প্রতিবাদে গাড়িটির চালক মনোজ মাহাতো গাড়ি থেকে নেমে লরির চালককে চেপে ধরেন। দুর্ঘটনা ঘটতে পারত দাবি করে ওই লরিচালককে মারধরও শুরু করেন বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় যানজট হয়। কাছেই কর্তব্যরত ট্রাফিক পুলিশের এক কর্মী ঘটনাস্থলে দৌড়ে যান। গাড়ি ও লরির চালকের মধ্যে গোলমাল সামাল দিতে গেলে মনোজবাবু তাঁর উপরে চড়াও হন বলে অভিযোগ। খবর পেয়ে অন্য ট্রাফিক পুলিশকর্মীরা ছুটে যান। কাঁকসা থানা থেকে টহলদার পুলিশের একটি গাড়িও পৌঁছয়। সরকারি কর্মীকে মারধর, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মনোজবাবুকে গ্রেফতার করা হয়। শনিবার ধৃতকে আদালতে তোলা হলে জামিন মঞ্জুর হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement