train

প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! মধুপুর স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়ল বন্দে ভারত-সহ একাধিক ট্রেন

প্যান্টোগ্রাফ এবং ওভারডহেডের তার ফেঁসে গিয়ে বিপত্তি ১৩১৩৭ কলকাতা-আজমগড় ট্রেনে। কলকাতা-নয়াদিল্লি আপ মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেল সোমবার সন্ধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৪ ২২:৩২
Share:

প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। —নিজস্ব চিত্র।

প্যান্টোগ্রাফ এবং ওভারডহেডের তার ফেঁসে গিয়ে বিপত্তি ১৩১৩৭ কলকাতা-আজমগড় ট্রেনে। কলকাতা-নয়াদিল্লি আপ মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেল সোমবার সন্ধ্যায়। ঘটনাটি ঘটেছে আসানসোল রেল ডিভিশনের জোরামো এবং মধুপুর স্টেশনের কাছে।

Advertisement

অঘটনের ফলে বন্দে ভারত থেকে শিয়ালদহ-বালিয়া, মিথিলা এক্সপ্রেস-সহ বেশ কয়েক’টি দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে পড়ে। তবে রেলকর্মীদের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ রুটের কয়েক’টি ট্রেন ধীর গতিতে চালানো হচ্ছে বলে খবর।

এ নিয়ে ডিআরএম চেতনানন্দ সিংহ বলেন, ‘‘দ্রুততার সঙ্গে ওভারহেড তার ঠিক করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হচ্ছে। সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে। এখন গুরুত্বপূর্ণ ট্রেনগুলিকে আস্তে আস্তে চালানো হচ্ছে। পাশাপাশি কাজও করা হচ্ছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন