—প্রতীকী চিত্র।
ভাগীরথী নদীতে তলিয়ে গেলেন দুই তরুণী। পূর্ব বর্ধমানের কালনা থানার নন্দ গ্রামের ঘটনা। বুধবার দুপুরে স্থানীয় ইটভাটা সংলগ্ন ভাগীরতীতে তলিয়ে যান দুই তরুণী। নিখোঁজ ওই দুই তরুণীর নাম প্রতিমা মাঝি ও মালতি মাঝি। দু’'জনেরই বাড়ি বিহারে।
স্থানীয় সূত্রে খবর, এলাকায় একটি ইটভাটাতে কাজ করার জন্য এসেছিলেন ওই দুই তরুণী ও তাঁর পরিবারের লোকজন। বুধবার দুপুরে কাপড়কাচা এবং স্নান করার জন্য নদীতে নামেন তাঁরা। সেই সময়েই তলিয়ে যান দুই তরুণী। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কালনা থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী কর্মীরা। দুপুর ২টো নাগাদ ভাগীরথী নদীতে নেমে ডুবুরিরা তল্লাশি শুরু করলেও রাত পর্যন্ত তাঁদের কোনও খোঁজ মেলেনি।