parole

অস্বাভাবিক মৃত্যু প্রেসিডেন্সি জেল থেকে প্যারোলে ছাড়া পাওয়া বন্দির

খুনের মামলায় যাবজ্জীবন সাজা হয় মৃত রতন শিকদারের। ১৯৯৯ সাল থেকে তিনি আলিপুরের প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জামালপুর শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ০১:২৩
Share:

নিজস্ব চিত্র

অস্বাভাবিক মৃত্যু হল প্রেসিডেন্সি জেল থেকে প্যারোলে ছাড়া পাওয়া বন্দির। মৃতের নাম রতন শিকদার। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুরের বাদলাগরিয়া গ্রামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

Advertisement

মৃতের ছেলে রঞ্জন শিকদার জানান, একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজা হয় তাঁর বাবার। ১৯৯৯ সাল থেকে তিনি আলিপুরের প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন। অতিমারির কারণে চলতি বছরের ১৭ মে প্যারোলে জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসেন। আগামী ১৮ জুলাই রতন শিকদারের ফের প্রেসিডেন্সি জেলে ফিরে যাওয়ায় কথা ছিল। রঞ্জন শিকদার দাবি করেন, তাঁর বাবা টিবি রোগের পাশাপাশি শ্বাসকষ্টে ভুগছিলেন। টিবি রোগের চিকিৎসার জন্য তাঁকে কিছুদিন আগে জামালপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, জেল কর্তৃপক্ষের অনুমতি না থাকায় জামালপুর হাসপাতালে চিকিৎসা হয়নি। রঞ্জন বলেন, ‘‘প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপ্রত্র পাঠালে গত শুক্রবার বাবাকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যায়। যদিও বুধবার থেকে বাবার অসুস্থতা বাড়ে। বৃহস্পতিবার বিছানায় শুয়ে থাকা অবস্থাতেই তিনি জ্ঞান হারান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।’’

জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার বলেন, “রতন শিকদার প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন। প্যারোলে ছাড়া পেয়ে বাড়িতে এসেছিলেন। ব্লক হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ জানার জন্যে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন