Galsi

Bengal Polls: গলসির সুজাপুরে বোমাবাজি, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা না দিলে ভোট দিতে যাবেন না বলে সাফ জানিয়ে দিলেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ০৯:৫৭
Share:

প্রতীকী ছবি।

গলসি বিধানসভার মনোহর সুজাপুর গ্রামে ভোট বয়কট করলেন গ্রামবাসীরা। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা না দিলে ভোট দিতে যাবেন না বলে সাফ জানিয়ে দিলেন তাঁরা।

Advertisement

গলসির এই এলাকা বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে। সাতসকালে এলাকায় ব্যাপক বোমাবাজি হয় এবং বিজেপির এক কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি ২১৩ এবং ২১৪ নম্বর বুথে বিজেপি সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগে সরব হন গ্রামবাসীদের একাংশ।

স্থানীয় সূত্রের খবর, ভোটকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই ওই গ্রামে দুষ্কৃতীদের দৌরাত্ম্য চলছিল। অভিযোগ, ভোটারদের ভয় দেখাতে এ দিন সাতসকালে বোমাবাজির পাশাপাশি চঞ্চল দাস বৈরাগ্য নামে গ্রামেরই এক বিজেপি কর্মীকে মারধরও করে তারা। তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিয়ে না নিয়ে গেলে গ্রামবাসীরা কেউই ভোট দেবেন না বল বিক্ষোভ দেখান।

Advertisement

স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে বিজেপি-র গোষ্ঠী কোন্দল বলে দাবি করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement