Death

জরাজীর্ণ বাড়ির একাংশ ভেঙে যুবকের মৃ্ত্যু, ক্ষতিপূরণের দাবিতে অবরোধ রানিগঞ্জে

আসানসোল পুরনিগমকে এলাকার সমস্ত বিপজ্জনক পুরনো বাড়ি ভেঙে  ফেলার দাবিতে এই অবরোধ করা হয়েছে বলে জানিয়েছেন বিক্ষোভকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানিগঞ্জ শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ২১:৪২
Share:

রানিগঞ্জে ৬০ নম্বর জাতীয় সড়কে অবরোধ। —নিজস্ব চিত্র।

দীর্ঘদিনের পুরনো বাড়ির বিম ভেঙে রানিগঞ্জে এক যুবকের মৃত্যু হল। মঙ্গলবার সকালে এই ঘটনার প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ক্ষতিপূরণ দাবি করেন এলাকার বাসিন্দারা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম অসিতকুমার দে (৩২)। রানিগঞ্জ এলাকার কুমোর বাজার এলাকার বাসিন্দা অসিতের মৃত্যুর পর তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়। তবে তার পর সেই দেহ জাতীয় সড়কে রেখে বিক্ষোভ দেখান মৃতের পরিজন ও এলাকার বাসিন্দাদের একাংশ।

আসানসোল পুরনিগমকে এলাকার সমস্ত বিপজ্জনক পুরনো বাড়ি ভেঙে ফেলার দাবিতে এই অবরোধ করা হয়েছে বলে জানিয়েছেন বিক্ষোভকারী। সেই সঙ্গে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি করেন তাঁরা।

Advertisement

মঙ্গলবার জাতীয় সড়কে নেতাজি স্ট্যাচুর সামনে এই বিক্ষোভে রানিগঞ্জ শহর জুড়েই প্রবল যানজন শুরু হয়। পরে পুলিশ-প্রশাসন ঘটনাস্থলে পৌঁছলেও দাবিতে অনড় থাকেন বিক্ষোভকারীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভ সরিয়ে নেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন