দুর্ঘটনাগ্রস্ত যুবকদের পাশে নেতা

রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন দু’জন মোটরবাইক আরোহী। পাশ দিয়ে চলে যাচ্ছেন পথচলতি মানুষ। কিন্তু দুর্ঘটনাগ্রস্ত যুবকদের দিকে ফিরেও তাকাচ্ছেন না কেউ। শেষমেশ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন বর্ধমানের জেলা সভাধিপতি দেবু টুডু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ০১:২০
Share:

হাসপাতালে দেবু টুডু। নিজস্ব চিত্র।

রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন দু’জন মোটরবাইক আরোহী। পাশ দিয়ে চলে যাচ্ছেন পথচলতি মানুষ। কিন্তু দুর্ঘটনাগ্রস্ত যুবকদের দিকে ফিরেও তাকাচ্ছেন না কেউ। শেষমেশ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন বর্ধমানের জেলা সভাধিপতি দেবু টুডু। মঙ্গলবার কালনা-পাণ্ডুয়া রোডের উপরে কালনার কুশোডাঙা গ্রামের ঘটনা। প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, কালনার জামিরতলা গ্রামের বাসিন্দা পিন্টু শেখ ও খোকন মালিক মোটরবাইকে করে যাচ্ছিলেন। আচমকা তাঁদের মোটরবাইকটি দুর্ঘটনাগ্রস্ত হয়। তবে দু’জনই অচেতন থাকায় কী ভাবে দুর্ঘটনা ঘটে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি বলে প্রশাসনের সূত্রে খবর। এ দিনই আদিবাসীদের ‘করম’ পরব ছিল। বারডেলিয়া, ওসমানপুর, বৈদ্যপুর, গোদা-সহ বেশ কয়েকটি গ্রামে উৎসবের সূচনা করে কালনা-পাণ্ডুয়া রোড ধরে কানিবামনী গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন দেবুবাবু। পথে যেতে যেতেই দুপুর আড়াইটা নাগাদ দেবুবাবুর নিরাপত্তারক্ষীরা লক্ষ করেন, রাস্তার পাশে কারা যেন পড়ে রয়েছেন। প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, বিষয়টি দেবুবাবুর নজরে আসতেই তিনি চালককে ওই দুই যুবকের কাছে গাড়ি নিয়ে যেতে বলেন। গাড়ি থেকে নেমে দেবুবাবু দেখেন, দু’জনের নাক-মুখ থেকে রক্ত ঝরছে। অদূরে পড়ে রয়েছে মোটরবাইকটি। শেষমেশ ওই দুই যুবককে নিজের গাড়িতে চাপিয়ে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন দেবুবাবু ও তাঁর নিরাপত্তারক্ষীরা। দরকার পড়লে ওই দুই যুবককে বর্ধমান মেডিক্যালে পাঠানোরও পরামর্শ দেন জেলা সভাধিপতি। হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াই জানান, ‘‘খোকনের আঘাত গুরুতর। দু’জনেরই চিকিৎসা চলছে।’’ দু’জনকে হাসপাতালে ভর্তি করে কানিবামনীর উদ্দেশ রওনা হওয়ার পথে দেবুবাবু বলেন, ‘‘দু’জনের মাথাতেই হেলমেট ছিল না। তবে যে ভাবে ওঁরা রাস্তার ধারে কাতরাচ্ছিলেন, সাধারণ মানুষের উচিৎ ছিল তাঁদের উদ্ধার করা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন