কংগ্রেস প্রার্থীর প্রচারে বাইক মিছিলের নালিশ

কংগ্রেসের বিরুদ্ধে মোটরবাইক মিছিলের অভিযোগ উঠল দুর্গাপুরে। শুক্রবার রাতুরিয়া-অঙ্গদপুর এলাকায় ওই মিছিলে ছিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রদীপ অগস্তি। এই বিষয়ে দুর্গাপুরের মহকুমাশাসক তথা সহকারি রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৪ ০১:১৭
Share:

শুক্রবার দুর্গাপুরের ৩৭ নম্বর ওয়ার্ডে বিকাশ মশানের তোলা ছবি।

কংগ্রেসের বিরুদ্ধে মোটরবাইক মিছিলের অভিযোগ উঠল দুর্গাপুরে। শুক্রবার রাতুরিয়া-অঙ্গদপুর এলাকায় ওই মিছিলে ছিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রদীপ অগস্তি। এই বিষয়ে দুর্গাপুরের মহকুমাশাসক তথা সহকারি রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। কংগ্রেস প্রার্থী প্রদীপ অগস্তি বলেন, “নির্বাচন কমিশনের নিয়ম মেনেই প্রচার কর্মসূচি করা হয়েছে। কয়েকটি মোটর বাইক ছিল। তবে তাকে মোটর বাইক মিছিল বলা যায় না।”

Advertisement

মহকুমা শাসক কস্তুরী সেনগুপ্ত বলেন, “অভিযোগ পাওয়ার পরে পুলিশের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সম্প্রতি, মালদহ ও বর্ধমান জেলায় মোটর বাইক মিছিল নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। তারপরেও বর্ধমানে মোটর বাইক মিছিলের অভিযোগ উঠেছে। গত সোমবার দুর্গাপুর শহরে মোটর বাইক মিছিল করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রার্থী মমতাজ সঙ্ঘমিতা। সেই ঘটনার পরেও নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছিল।

Advertisement

কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরে কয়েকটি কর্মিসভা করলেও এ দিনই প্রথম শহরে মিছিল করেন প্রদীপবাবু। এ দিন সকাল ন’টা নাগাদ প্রদীপবাবুকে নিয়ে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে কংগ্রেসের মিছিল বের হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিছিলটি বীরভানপুর গ্রাম, ডিপিএল টাউনশিপ, রাতুরিয়া-অঙ্গদপুর, হেড কোয়ার্টার হয়ে অর্জুনপুরে গিয়ে শেষ হয়। অঙ্গদপুর এলাকায় কংগ্রেস প্রার্থীর গাড়ির সামনে ১৫-২০টি মোটর বাইক দেখা যায়। কয়েকটি মোটর বাইকে কংগ্রেসের স্টিকার ছিল। কিছু মোটর বাইক আরোহীর মাথায় ছিল কংগ্রেসের টুপি ও হাতে ছিল দলীয় পতাকা। এরপরে তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) সম্পাদক শঙ্করলাল চট্টোপাধ্যায় মহকুমা শাসকের কাছে কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, “বেআইনি ভাবে মোটর বাইক মিছিল করেছে কংগ্রেস। ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।”

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, এ দিনের মিছিলের আয়োজক ছিলেন ডিপিএলের আইএনটিইউসি নেতা উমাপদ দাস। তাঁর দাবি, অঙ্গদপুর এলাকায় কয়েকজন মোটর বাইক নিয়ে মিছিলের সামনে চলতে শুরু করেন। বিষয়টি চোখে পড়ার পরেই তাদের সরিয়ে দেওয়া হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন