মাধ্যমিকে কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হল মঙ্গলবার। ভূ-অধ্যায় ও কলকাতার শিশু উদ্যান নামে একটি সংস্থার যৌথ উদ্যোগে কাটোয়ার ভারতী ভবনে ওই অনুষ্ঠান হয়। উদ্যোক্তাদের তরফে রাজেশ কুণ্ডু জানান, এ দিন ২০১৬-র মাধ্যমিকের প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয়েও আলোচনা করা হয়।