কর্মিসভার জেরে খনির উৎপাদনে বিঘ্নের নালিশ

তৃণমূলের ভোট সংক্রান্ত কর্মিসভার জেরে বেশ খানিকক্ষণ খনির উৎপাদন বন্ধ থাকার অভিযোগ উঠল রানিগঞ্জের জেকে নগরে। সোমবার সকালে ওই খনিতে শ্রমিক-কর্মীদের সঙ্গে সভা করতে যান আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দোলা সেন। তার জেরে ঘণ্টা তিনেক উৎপাদন হয়নি বলে অভিযোগ সিটু এবং আইএনটিইউসি-র। দোলাদেবী অবশ্য বলেন, “এই অভিযোগ সর্বৈব মিথ্যা।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৪ ০১:২২
Share:

জেকে নগরে তখন চলছে সভা। —নিজস্ব চিত্র।

তৃণমূলের ভোট সংক্রান্ত কর্মিসভার জেরে বেশ খানিকক্ষণ খনির উৎপাদন বন্ধ থাকার অভিযোগ উঠল রানিগঞ্জের জেকে নগরে। সোমবার সকালে ওই খনিতে শ্রমিক-কর্মীদের সঙ্গে সভা করতে যান আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দোলা সেন। তার জেরে ঘণ্টা তিনেক উৎপাদন হয়নি বলে অভিযোগ সিটু এবং আইএনটিইউসি-র। দোলাদেবী অবশ্য বলেন, “এই অভিযোগ সর্বৈব মিথ্যা।”

Advertisement

সোমবার আসানসোলের বেশ কিছু এলাকায় ভোটের প্রচারে যান দোলা সেন। এ দিন প্রথমে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঘাগরবুড়ি মন্দিরে যান। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে জেকে নগর কোলিয়ারিতে শ্রমিক-কর্মীদের সঙ্গে দেখা করতে যান। সেখানে আগে থেকেই কর্মিসভা করার ব্যবস্থা হয়েছিল। হাজির হন কোলিয়ারির শ্রমিক-কর্মীরা। সকাল ৯টা নাগাদ দোলাদেবী সেখানে পৌঁছলে সভা শুরু হয়। সকাল সাড়ে ১১টা নাগাদ সভা শেষ করে সেখান থেকে কুলটির উদ্দেশে রওনা হন তিনি। কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেন ও রামনগর কোলিয়ারিতে শ্রমিক-কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি।

অভিযোগ, জেকে নগরে এই সভার জেরে প্রায় তিন ঘণ্টা উৎপাদন বন্ধ ছিল। ওই কোলিয়ারির আইএনটিইউসি নেতা প্রদীপ সিংহের কথায়, “ঘণ্টা তিনেক কাজে যোগ দিতে পারেননি শ্রমিক-কর্মীরা। যা খনির জন্য মোটেই ভাল খবর নয়।” কোলিয়ারির সিটু শাখার নেতা সহদেব যাদবের বক্তব্য, “কোলিয়ারির এখন যা অবস্থা, এ ভাবে উৎপাদন বন্ধ করে ভোটের সভা করা ঠিক নয়।” আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আসানসোল কেন্দ্রে এ বারের সিপিএম প্রার্থী বংশোগোপাল চৌধুরীর দাবি, “ইসিএলে এখন ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই অবস্থায় উৎপাদন বন্ধ করে ভোট প্রচার মানা যায় না।”

Advertisement

এ দিনের এই সভার ফলে যে তিন ঘণ্টা শ্রমিক-কর্মীরা কাজে যোগ দিতে পারেননি, তা মেনে নিয়েছেন ওই খনির আইএনটিটিইউসি নেতা চুন্নু মিশ্র। তিনি বলেন, “এ দিন আমরা প্রার্থীর সভা রেখেছিলাম। শ্রমিক-কর্মীদের সেখানে হাজির থাকার আবেদন করেছিলাম। প্রায় তিন ঘণ্টা সভা হয়েছে।” তবে এর জেরে উৎপাদন ব্যাহত হয়েছে, এ কথা মানতে নারাজ তিনি। তাঁর দাবি, “এ দিন পাঁচ ঘণ্টা কাজ করেই শ্রমিক-কর্মীরা আট ঘণ্টার উৎপাদন তুলে দিয়েছেন।”

খনি কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। তবে তৃণমূল প্রার্থী দোলাদেবীর বক্তব্য, “এই অভিযোগ একেবারে ঠিক নয়। আমি তো আজ কোনও সভা করিনি। শুধু শ্রমিক-কর্মীদের সঙ্গে পরিচিত হতে গিয়েছিলাম। তাঁদের বলেছি, উৎপাদন বাড়াতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement