খেলার টুকরো খবর

বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রিকেটের সেমিফাইনালে উঠল গভর্নমেন্ট কলেজ। ভদ্রেশ্বরের কবি সুকান্ত মহাবিদ্যালয়কে ১৬৪ রানে হারিয়ে দিয়েছে তারা। প্রথমে চন্দননগর ৩২ ওভারে ২৬৯-৫ করে। দলের বিষ্ণুগোপাল মণ্ডল ৮২ রানে অপরাজিত থাকেন। দেবজিৎ বন্দ্যোপাধ্যায় ৫৬ ও রাজা যাবদ ১২ বলে ৩২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে কবি সুকান্ত মহাবিদ্যালয়ের ক্রিকেটারেরা ২৪ ওভারে ১০৫ রান করেন। সুকান্ত কলেজের মেহতাব আলম ৩৫ রানে ৩টি উইকেট দখল করেন।

Advertisement
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৪ ০১:২৯
Share:

সেমিফাইনালে গভর্নমেন্ট কলেজ

Advertisement

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রিকেটের সেমিফাইনালে উঠল গভর্নমেন্ট কলেজ। ভদ্রেশ্বরের কবি সুকান্ত মহাবিদ্যালয়কে ১৬৪ রানে হারিয়ে দিয়েছে তারা। প্রথমে চন্দননগর ৩২ ওভারে ২৬৯-৫ করে। দলের বিষ্ণুগোপাল মণ্ডল ৮২ রানে অপরাজিত থাকেন। দেবজিৎ বন্দ্যোপাধ্যায় ৫৬ ও রাজা যাবদ ১২ বলে ৩২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে কবি সুকান্ত মহাবিদ্যালয়ের ক্রিকেটারেরা ২৪ ওভারে ১০৫ রান করেন। সুকান্ত কলেজের মেহতাব আলম ৩৫ রানে ৩টি উইকেট দখল করেন। চন্দননগরের শুভেন্দু মাল ২০ রানে ৩ ও শুভ মিস্ত্রি ২২ রানে ৩ উইকেট দখল করেন।

Advertisement

ভলিবল লিগ

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ভলিবল লিগে সোমবারের খেলায় জয়ী হল শিবাজী সম্মেলনী। তারা ঘরের মাঠের খেলায় ডিএসপিএসএ-কে ৩-১ সেটে হারিয়ে দেয়। ম্যাচের ফল ২৫-১৯, ১৭-২৫, ২৫-২১ ও ২৫-২৩।

জয়ী বিন্দাস বয়েজ

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

মৌটুসি স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় আসানসোলের গুপ্তা ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে সোমবারের খেলায় জয়ী হয় বিন্দাস বয়েজ। তারা সুনামি প্যাথেটিককে ২-১ গোলে হারায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement