দু’বছরের এক শিশুর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ বিক্ষোভ দেখালেন পরিজনেরা। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বর্ধমান পুরসভার ২৬ নং ওয়ার্ডের গোদা এলাকার বাসিন্দা দীপঙ্কর সজ্জন তাঁর শিশুপুত্র দিব্যেন্দুকে পেটে ব্যাথা ও বমি নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। তাঁর অভিযোগ, সঠিক চিকিৎসা না হওয়ায় শিশুটির অবস্থার অবনতি হয়। শুক্রবার দুপুরের দিকে মারাও যায় সে। এরপরেই শিশুটির পরিজনেরা দেহ নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাসপাতাল সুপার উৎপল দাঁ বলেন, ‘‘গাফিলতির অভিযোগ লিখিত ভাবে পেলে তদন্ত করে দেখা হবে।’’