ছবি এঁকে গুগলের পুরস্কার পেল ঈশা

শিশু দিবস উপলক্ষে ‘ডুডল ফর গুগল’ প্রতিযোগিতায় দেশে চূড়ান্ত বারো জনে জায়গা পেয়েছে দুর্গাপুরের ঈশা চৌধুরী। শহরের আর ই কলেজ মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া ঈশা ১২ নভেম্বর দিল্লি গিয়ে পুরস্কার ও শংসাপত্রও নিয়ে এসেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৪ ০১:৩৩
Share:

ঈশা চৌধুরী।—নিজস্ব চিত্র।

শিশু দিবস উপলক্ষে ‘ডুডল ফর গুগল’ প্রতিযোগিতায় দেশে চূড়ান্ত বারো জনে জায়গা পেয়েছে দুর্গাপুরের ঈশা চৌধুরী। শহরের আর ই কলেজ মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া ঈশা ১২ নভেম্বর দিল্লি গিয়ে পুরস্কার ও শংসাপত্রও নিয়ে এসেছে।

Advertisement

শিশু দিবস উপলক্ষে দেশের প্রথম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল গুগল। বিষয় ছিল, ‘তুমি কোথায় বেড়াতে যেতে চাও’। ছবির মাধ্যমে তা ফুটিয়ে তুলতে হবে। দেশের সতেরোশো স্কুলের পড়ুয়া তাতে যোগ দেয়। প্রথম শ্রেণি থেকে তৃতীয়, চতুর্থ থেকে ষষ্ঠ এবং সপ্তম থেকে দশম শ্রেণি, তিনটি বিভাগে ভাগ করা হয় ছবিগুলি। প্রতি বিভাগ থেকে চার জন করে মোট ১২টি ছবি পুরস্কারের জন্য নির্বাচিত হয়। তার মধ্যে এ রাজ্যের দু’জন জায়গা পেয়েছে। ঈশা ছাড়া অন্য জন কলকাতার আমনা ফিরদৌস। প্রথম হয়েছে পুণের বৈদেহী রেড্ডি। শিশুদিবসে তার ছবি স্থান পেয়েছিল গুগল ডুডলে। ঈশা জানায়, গুগলের তরফে তাদের স্কুলে যোগাযোগ করা হয়েছিল। প্রথমে স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার পরে যে তালিকা তৈরি করে তাতে সে সুযোগ পায়। এর পরে গুগলের তরফে স্কুলে পরীক্ষা নেওয়া হয়। সে দিন ঈশা হাওড়া সেতু (রবীন্দ্র সেতু) আঁকে। ঈশা বলে, “এই সেতু পৃথিবীর অন্যতম সেরা। সব থেকে গুরুত্বপূর্ণ, সেতুর নিচে কোনও স্তম্ভ নেই। আমার খুব পছন্দের।” নভেম্বরের প্রথমে প্রতিযোগিতার ফল বেরোয়। ঈশার বাবা অরুণবাবু ও মা শ্যামলীদেবী বলেন, “ও আমাদের একমাত্র সন্তান। আঁকতে খুব ভালবাসে।”

অরুণবাবু জানান, গুগলের তরফে পুরস্কার হিসেবে ল্যাপটপ ও আঁকার নানা সামগ্রী দেওয়া হয়েছে ঈশাকে। তাকে ও তার স্কুলকে আলাদা ভাবে শংসাপত্রও দেওয়া হয়েছে। ঈশার স্কুলের শিক্ষক নুরুল হক বলেন, “ওর সাফল্যে আমরা গর্বিত।”

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন