একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে কুলটিতে পালিত হল গুরু নানকের জন্মদিন। বুধবার উৎসব উপলক্ষে আয়োজন করা হয় একটি চক্ষু পরীক্ষা শিবিরেরও। প্রায় ১২৫ জনের চোখ পরীক্ষা করা হয় শিবিরে। এছাড়াও ছিল আঁকা প্রতিযোগিতার আয়োজিত হয়। উদ্যোক্তারা জানান, শতাধিক শিশু প্রতিযোগিতায় যোগ দেয়।