ডাকাতিতে তিন জনের দশ বছর জেল কালনায়

একটি ডাকাতির ঘটনায় তিন অভিযুক্তকে দশ বছরের কারাদন্ডের নির্দেশ দিল কালনা ফাস্ট ট্রাক আদালত। একই সঙ্গে অভিযুক্তদের পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের জেলের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এই সাজা শোনান কালনা ফাস্ট ট্রাক আদালতের বিচারপতি অবনীকান্ত লাহা। পুলিশ জানিয়েছে, সাজাপ্রাপ্তদের নাম স্বপন মজুমদার, অভিজিৎ মণ্ডল ও চম্পক হাওলাদার। ডাকাতির ঘটনায় বাকি দুই অভিযুক্ত নিতাই দেবনাথ, হিরেন হাওলাদার নাবালক হওয়ায় তাঁদের বিচার চলছে জুভেনাইল আদালতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৪ ০১:৩৫
Share:

একটি ডাকাতির ঘটনায় তিন অভিযুক্তকে দশ বছরের কারাদন্ডের নির্দেশ দিল কালনা ফাস্ট ট্রাক আদালত। একই সঙ্গে অভিযুক্তদের পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের জেলের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এই সাজা শোনান কালনা ফাস্ট ট্রাক আদালতের বিচারপতি অবনীকান্ত লাহা। পুলিশ জানিয়েছে, সাজাপ্রাপ্তদের নাম স্বপন মজুমদার, অভিজিৎ মণ্ডল ও চম্পক হাওলাদার। ডাকাতির ঘটনায় বাকি দুই অভিযুক্ত নিতাই দেবনাথ, হিরেন হাওলাদার নাবালক হওয়ায় তাঁদের বিচার চলছে জুভেনাইল আদালতে।

Advertisement

মহকুমা প্রশাসনের এক কর্তা জানান, ২০১১ সালের ২১ জুন কালনা শহরের বড়মিত্রপাড়ার বাসিন্দা পেশায় ইটভাটা ব্যবসায়ী তরুণ কান্ত পাল পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে জানান, ২০ জুন রাত ৯টা ৪৫ নাগাদ কয়েক জন দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢোকে। সে সময় তাঁর বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী ভবনী পাল, ছেলে তন্ময়কান্ত পাল, মেয়ে সৌরশ্রী পাল ও তাঁদের পারিবারিক বন্ধু অমিতাভ বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন। দুষ্কৃতীদের ছুরির আঘাতে আহত হন অমিতাভবাবু। দুষ্কৃতীরা তাঁদের বেঁধে রেখে নগদ ৪ লক্ষ ৩০ হাজার টাকা, সোনার গয়না, চারটি মোবাইল ও ক্যামেরা লুঠ করে পালিয়ে যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই ব্যবসায়ীর বাড়ির পাশ থেকে দু’টি সাইকেল, চটি, ও কিছু দড়ি উদ্ধার করে। জিউধারা এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

মামলার সরকারি আইনজীবী মহম্মদ আজিজুল রহমান বলেন, “এই মামলায় মোট ২১ জন সাক্ষ্য দিয়েছে। পুলিশ ৯০ দিনের মধ্যে আদালতে মামলার চার্জশিট পেশ করায় অভিযুক্তরা জেলে থাকার সময়েই বিচার শুরু হয়ে গিয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement