দুর্নীতির নালিশ কোলিয়ারিতে

নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জামুড়িয়ার শ্রীপুর এরিয়ার শিবডাঙা কোলিয়ারির ম্যানেজারকে ঘেরাও করে আইএনটিটিইউসি-র নেতৃত্বে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পরিত্যক্ত খনি শ্রীপুর এবি পিটের লেদ মেশিনের ঘরটি ভাঙার বরাত দিয়েছিল ইসিএলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই ঘরটি ভাঙার সময় পুরনো লোহার বেশ কিছু মূল্যবান সামগ্রী পাওয়া গিয়েছে, যা নিয়মমাফিক সংস্থার কাছে জমা দেওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জামুড়িয়া শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ০২:০৫
Share:

নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জামুড়িয়ার শ্রীপুর এরিয়ার শিবডাঙা কোলিয়ারির ম্যানেজারকে ঘেরাও করে আইএনটিটিইউসি-র নেতৃত্বে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পরিত্যক্ত খনি শ্রীপুর এবি পিটের লেদ মেশিনের ঘরটি ভাঙার বরাত দিয়েছিল ইসিএলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই ঘরটি ভাঙার সময় পুরনো লোহার বেশ কিছু মূল্যবান সামগ্রী পাওয়া গিয়েছে, যা নিয়মমাফিক সংস্থার কাছে জমা দেওয়ার কথা। এরিয়া কর্তৃপক্ষের নিদের্শে ওই সব সামগ্রী শিবডাঙা কোলিয়ারিতে মজুত করার কথা। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা জেনেছেন নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও বেশ কিছু সামগ্রী দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গিয়েছে। নিরাপত্তারক্ষীর সঙ্গে দুষ্কৃতীদের যোগসাজস স্পষ্ট বলে তাঁদের দাবি। বিক্ষোভকারী সংগঠনের শিবডাঙা কোলিয়ারি শাখার যুগ্ম সম্পাদক কল্যাণ মহান্তি জানান, তদন্তের দাবিতে তাঁরা এ দিন বিক্ষোভ দেখান। কোলিয়ারি কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ মানতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন