দুর্ব্যবহারের অভিযোগ তুলে কর্মবিরতি আইনজীবীদের

এক আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন দুর্গাপুরের বিশেষ ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক, এই অভিযোগ তুলে শুক্রবার আদালতের সামনে ঘণ্টাখানেক বিক্ষোভ দেখালেন আইনজীবীরা। মঙ্গলবার পর্যন্ত কর্মবিরতিরও ডাক দিয়ে দিলেন তাঁরা। এডিসিপি(পূর্ব) সুনীল যাদব বলেন, “একটা সমস্যা হয়েছিল। আইনজীবীদের সঙ্গে আলোচনা হয়েছে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৯
Share:

অশান্তির পরে মোতায়েন পুলিশ। —নিজস্ব চিত্র।

এক আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন দুর্গাপুরের বিশেষ ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক, এই অভিযোগ তুলে শুক্রবার আদালতের সামনে ঘণ্টাখানেক বিক্ষোভ দেখালেন আইনজীবীরা। মঙ্গলবার পর্যন্ত কর্মবিরতিরও ডাক দিয়ে দিলেন তাঁরা। এডিসিপি(পূর্ব) সুনীল যাদব বলেন, “একটা সমস্যা হয়েছিল। আইনজীবীদের সঙ্গে আলোচনা হয়েছে।”

Advertisement

আইনজীবীদের সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত এ দিন দুপুর দেড়টা নাগাদ। তখন ওই আদালতে বিচারকের আসনে ছিলেন কমিশনারেটের এডিসিপি (পশ্চিম) পঙ্কজ দ্বিবেদী। এজলাসে দুর্গাপুরের গণতন্ত্র কলোনির এক বাসিন্দার বিরুদ্ধে একটি মামলা চলছিল। ওই মামলার আইনজীবী মনোজ চন্দ জানান, বিচারক অভিযুক্তকে পিস বন্ড নিতে বলেন। কিন্তু অভিযুক্ত মুচলেকা দিয়ে দোষ স্বীকারে রাজি হননি। তখন মনোজবাবু মামলা চালিয়ে যাওয়ার জন্য তাঁর মক্কেলকে জামিন দেওয়ার আবেদন করেন। মনোজবাবুর দাবি, “বিচারক পিস বন্ড নিতে জোর করতে থাকায় আমি ব্যাখ্যা জানতে চাই। তখন বিচারক আইনজীবি হিসাবে আমার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। আমি প্রতিবাদ করলে আমাকে বেরিয়ে যেতে বলা হয়।”

এই খবর পেয়ে আইনজীবিরা চলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আদালত চত্বরে বিশ্ৃঙ্খলা তৈরি হয়। এডিসিপি(পূর্ব) সুনীল যাদব ঘটনাস্থলে এসে আইনজীবীদের সঙ্গে কথা বলেন। বার কাউন্সিলের সভাপতি দেবীদাস বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই বিচারক আদালতে থাকলে আইনজীবীরা ওই আদালতে মামলা লড়তে যাবেন না।” ওখানে আইনজীবীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ তুলে তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত চলবে কর্মবিরতি। এই অভিযোগ নিয়ে অবশ্য এডিসিপি(পূর্ব) মন্তব্য করতে চাননি।

Advertisement

এ দিকে আদালতে হঠাৎ কর্মবিরতি শুরু হয়ে যাওয়ায় আটকে যায় অনেকগুলি মামলা। বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে কাজকর্ম স্বাভাবিক হবে কিনা তা মঙ্গলবার বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন