পুকুর সংস্কারের কাজ নিয়ে চাপানউতোর

একশো দিনের কাজ প্রকল্পে মঙ্গলবার পুকুর খনন শুরু হয়েছে তৃণমূল পরিচালিত জেমুয়া পঞ্চায়েতের পরানগঞ্জে। নির্বাচনের আগে স্থানীয় বাসিন্দাদের মন পেতে পরিকল্পনা করেই তৃণমূল নেতৃত্ব প্রকল্পের কাজ শুরু করিয়েছেন বলে দুর্গাপুরের মহকুমাশাসক তথা সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছে সিপিএম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৪ ০১:১৮
Share:

পরানগঞ্জে তোলা নিজস্ব চিত্র।

একশো দিনের কাজ প্রকল্পে মঙ্গলবার পুকুর খনন শুরু হয়েছে তৃণমূল পরিচালিত জেমুয়া পঞ্চায়েতের পরানগঞ্জে। নির্বাচনের আগে স্থানীয় বাসিন্দাদের মন পেতে পরিকল্পনা করেই তৃণমূল নেতৃত্ব প্রকল্পের কাজ শুরু করিয়েছেন বলে দুর্গাপুরের মহকুমাশাসক তথা সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছে সিপিএম। তাদের আরও অভিযোগ, এ ভাবে হঠাৎ একশো দিনের কাজ চালু করা নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পড়ছে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক তথা সহকারী রিটার্নিং অফিসার কস্তুরী সেনগুপ্ত।

Advertisement

পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগে ২০১২-১৩ অর্থবর্ষে পুকুরটিতে সংস্কারের কাজ হয়েছিল। মাঝে বেশ কিছু দিন কাজ বন্ধ ছিল। মঙ্গলবার ফের কাজ শুরু হয়। লিখিত অভিযোগে সিপিএমের জেমুয়া-বিধাননগর লোকাল সম্পাদক পঙ্কজ রায়সরকার জানান, গত তিন মাস পুকুরটিতে কোনও কাজ হয়নি। ভোটের দিন পনেরো আগে হঠাৎ এ ভাবে কাজ শুরু করে বাসিন্দাদের প্রভাবিত করছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। তাঁর কথায়, “আগে যাঁরা কাজ করেছিলেন, তাঁরাই এখনও মজুরি পাননি। হঠাৎ স্থানীয় তৃণমূল নেতাদের উদ্যোগে কাজ শুরু হয়ে গেল! নির্বাচনের আগে এ ভাবে কোনও প্রকল্পের কাজ শুরু করা যায় না।” মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যদি ভোট ঘোষণার আগে প্রকল্প অনুমোদিত হয়ে থাকে সে ক্ষেত্রে কাজ শুরু করতে বাধা নেই। পঞ্চায়েত সূত্রে জানানো হয়েছে, ওই পুকুরটির সংস্কারের কাজ দীর্ঘদিন আগেই শুরু হয়েছে। বেশ কিছুটা কাজ হয়ে গিয়েছে। বাকি কাজ শুরু হয়েছে মঙ্গলবার। মহকুমাশাসক তথা সহকারী রিটার্নিং অফিসার কস্তুরী সেনগুপ্ত বলেন, “আগে অনুমোদিত প্রকল্পের কাজ হলে কোনও সমস্যা নেই। অভিযোগ খতিয়ে দেখে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement