গোরুর তাড়া খেয়ে পালাতে গিয়ে কোল থেকে পড়ে গিয়ে মারা গেল এগারো মাসের এক শিশু। বৃহস্পতিবার বীরভূমের লাভপুর থানার ফুলগ্রামে দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। সেখান থেকে পাঠানো হয় বর্ধমান মেডিক্যালে। তবে রাতেই সে মারা যায়। শনিবার হাসপাতালের মর্গে দাঁড়িয়ে শিশুটির এক আত্মীয় শেখ মহম্মদ জানান, মায়ের কোলেই ছিল শিশুটি। কিন্তু হঠাৎ একটি গোরু তেড়ে আসায় দৌড়ে পালাতে যায় সে। তখনই পড়ে যায় শিশুটি।