ফি কমানোর দাবিতে ঘেরাও

বিএডের প্রশিক্ষণ খরচ কমানো, কলেজের বিভিন্ন পরিকাঠামোগত উন্নতির দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে চার ঘণ্টা ধরে গলসির একটি বেসরকারি কলেজের শিক্ষকদের ঘেরাও করে রাখল পড়ুয়ারা। রাত পর্যন্ত ঘেরাও চলল তালিতের একটি বেসরকারি বিএড কলেজেও।

Advertisement
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৫ ০১:১০
Share:

বিএডের প্রশিক্ষণ খরচ কমানো, কলেজের বিভিন্ন পরিকাঠামোগত উন্নতির দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে চার ঘণ্টা ধরে গলসির একটি বেসরকারি কলেজের শিক্ষকদের ঘেরাও করে রাখল পড়ুয়ারা। রাত পর্যন্ত ঘেরাও চলল তালিতের একটি বেসরকারি বিএড কলেজেও। গলসির পড়ুয়াদের অভিযোগ, অন্যান্য কলেজে কম টাকা নেওয়া হলেও এই কলেজে বিএডের জন্য অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে। বিক্ষোভরত পড়ুয়াদের একাংশ কলেজের মূল গেটও লাগিয়ে দেয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারাপদ চট্টোপাধ্যায়ের যদিও দাবি, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত টাকাই আমরা পড়ুয়াদের কাছ থেকে নিয়ে থাকি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা বলতে হবে।” তালিতের কলেজ সূত্রে জানা যায়, এ দিন ৭২ জন ছাত্র সকাল থেকে রাত পর্যন্ত বিক্ষোভ, ঘেরাও চালায়। আটকে পড়েন শিক্ষকেরা। ছাত্রছাত্রীদের অভিযোগ করেন, একেক জনের কাছে একেক রকম কোর্স ফি নেওয়া হচ্ছে। নির্দিষ্ট ফি-এর দাবি তোলেন তাঁরা। তাঁদের অভিযোগ, আন্দোলন চললেও দাবিদাওয়া শুনতে গা করেনি কলেজ কর্তৃপক্ষ। যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী টাকা নেওয়া হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement